গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
মাসব্যাপী বিনামূল্যে চোখের ছানি অপারেশন কার্যক্রম শুরু করেছে আদ্-দ্বীন ব্যারিস্টার রফিক-উল হক হাসপাতাল। বৃহস্পতিবার বেলা ১২টায় রাজধানীর পোস্তগোলা জুরাইন বালুর মাঠে অবস্থিত হাসপাতালে এই কার্যক্রম উদ্বোধন করেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক। এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা ও আদ্-দ্বীন ওয়েল ফেয়ার সেন্টারের চেয়ারম্যান ডা. মুহাম্মদ আব্দুস সবুর। বক্তব্য রাখেন হাসপাতালের পরিচালক ডা. মো. জাহাঙ্গীর, স্থানীয় ওয়ার্ড কমিশনার হাজী মো. মাসুদ, আওয়ামী লীগ নেতা তোফাজ্জল হোসেন ও আদ্-দ্বীন হাসপাতালের পরিচালক ডা. নাহিদ ইয়াসমিন।
ব্যারিস্টার রফিক-উল হক বলেন, আদ্-দ্বীন হাসপাতাল নামমাত্র মূল্যে যে সেবা দিচ্ছে তা বাংলাদেশে কেন বিশে^র কোথায় পাওয়া যাবে না। প্রতিষ্ঠানটি ধীরে-ধীরে বড় হচ্ছে। সেবার পরিধিও বাড়ছে। আশা করি তারা এই ধারা অব্যাহত রেখে সমাজের সব শেণির মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করবে।
হাসপাতাল সূত্রে জানা যায় ১৫ ডিসেম্বর থেকে বিনামূল্যে ছানি অপারেশন কার্যক্রম শুরু করে হাসপাতালটি। প্রতি রোববার ও বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত হাসপাতালের চক্ষু বর্হিবিভাগে বিনামূল্যে চক্ষু রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা সেবা, কম্পিউটারে চক্ষু পরীক্ষা ও অপারেশনের জন্য রোগী বাছাই করা হবে।
বর্হিবিভাগে কেবন মাত্র রেজিস্টেশনের জন্য ৩০ টাকা প্রদান করতে হবে। প্রতি সোমবার ও বৃহস্পতিবার বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হবে। অপারেশনের জন্য ভর্তি রোগী থাকা খাওয়া, পরীক্ষা-নিরীক্ষা খরচ হাসপাতাল বহন করবে। অপারেশন পরবর্তী খরচ রোগীকে বহন করতে হবে। আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত এই কার্যক্রম চলবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।