Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘অল আবাহনী’ শিরোপা লড়াই

প্রকাশের সময় : ৭ মে, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : ঘরোয়া ফুটবলের মৌসুম সূচক টুর্নামেন্ট স্বাধীনতা কাপের শিরোপা লড়াইয়ে মুখোমুখী দুই আবাহনী। টুর্নামেন্টের ফাইনালে আজ ঢাকা আবাহনীর প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনী। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকাল সাড়ে ৫টায় শুরু হবে ম্যাচটি। ‘অল আবাহনী’ ফাইনালটি বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে।
দীর্ঘদিন ঢাকা আবাহনীর শো-কেসে নতুন কোন ট্রফি জমা পড়েনি। সেই ২০১১ সালে সর্বশেষ কোন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। আর সেটা সুপার কাপে। এরপর অবশ্য প্রিমিয়ার লিগের শিরোপা জিতলেও ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটির অন্য টুর্নামেন্টের শিরোপার জন্য হাপিত্যেস ছিলো। সেই আকাক্সক্ষা আজই পূরণ হতে পারে। স্বাধীনতা কাপের ফাইনালে চট্টগ্রাম আবাহনীকে হারালেই ফের চার বছর পর আকাশী-হলুদ শিবিরে ট্রফি উঠবে।
স্বাধীনতা কাপের প্রথম সেমিফাইনালে শেখ জামালকে ৬-০ গোলে বিধ্বস্ত করে এখন দারুন উজ্জীবিত ঢাকা আবাহনী। দীর্ঘ চার মৌসুম পর জামালকে গোলবন্যায় ভাসিয়ে কোন টুর্নামেন্টের ফাইনালে উঠেছে তারা। অন্যদিকে ঘরোয়া কোনো আসরের ফাইনালে এই প্রথমবারের মতো খেলছে চট্টগ্রাম আবাহনী। তাই বলা যায় ‘অল আবাহনী’ ফাইনাল আজ। ম্যাচে যারাই হারুক. জয় হবে আবাহনীরই।ম্যাচকে সামনে রেখে গতকাল দু’দলই অনুশীলনে ঘাম ঝরিয়েছে।
পাঁচ বছর পর কোন টুর্নামেন্টের ফাইনাল খেলতে যাচ্ছে ঢাকা আবাহনী। ২০১১ সালে ফেডারেশন কাপ ও সুপার কাপ চ্যাস্পিয়ন হয়েছিল ঢাকার আকাশীÑহলুদরা। মাঝে একটি লিগ শিরোপা ছাড়া ভাÐারে আর তেমন কিছু জমা পরেনি। তাই ট্রফির জন্য ক্ষুধার্ত আবাহনী। দলের অধিনায়ক আরিফুল ইসলাম সেরকমটাই জানালেন। তিনি বলেন, ‘ফাইনালে দুই আবাহনীরই সমান সমান সুযোগ থাকছে। তবে আমাদের দল অনেক বছর ধরেই কোন সাফল্য পায় না। মৌসুমের প্রথম টুর্নামেন্টে যখন ফাইনালে উঠেছি, চ্যাম্পিয়ান হওয়ার সুযোগটা কাজে লাগাতে চাই। সতীর্থরা সাফল্য পাওয়ার জন্য অনেক কষ্ট করছেন।’
এ বছরই প্রথমবারের মত পেশাদার ফুটবলে অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন আরিফুল, তাই নিজের অধিনায়ক যুগের সূচনাটা ট্রফি জয় দিয়েই স্মরনীয় করে রাখতে চান এ স্টপারব্যাক। ক্লাবের দীর্ঘদিনের সঙ্গী ও সাবেক অধিনায়ক প্রানতোষ কাল বার বার উওরসূরি আরিফের রুমে এসে প্রতিপক্ষদের নিয়ে শলাপরামর্শ করছে। নিজেদের ভুল ক্রুটি নিয়েও কাঁটা ছেড়া করলেন বিস্তর। দলের তিন ফরোয়ার্ড ইংল্যান্ডের লি টাক, সেনেগালের কামারা সারবা, নাইজেরিয়ান সানডে সিজুবা গোল পাচ্ছেন। এটা সুখবর। তাদের কল্যানেই সেমিফাইনালে শেখ জামালকে ধসিয়ে দিয়েছে অমলেস সেনে শিষ্যরা। ওই ম্যাচে হ্যাটট্রিকসহ চার গোল করেন সানডে চিজুবা। লী টাক, কামারা সারবাও গোল পাচ্ছেন। এই ত্রিরতেœর ভরসায় শিরোপার স্বপ্ন দেখতেই পারে ঢাকা আবাহনী।
চট্টগ্রাম আবহানীর ঘুরে দাড়ানোর শুরুটা শেখ কামাল আন্তজার্তিক ক্লাব কাপের মধ্যদিয়ে। চট্টগ্রামে অনুষ্ঠিত ওই আসরে শিরোপা জয় করেছিলো তারা। শেখ কামাল ট্রফি জেতার পরই বড় বাজাটের দল গড়ে চট্টগ্রামের আকাশী-হলুদরা। জাতীয় দলের আট ফুটবলারের সঙ্গে তারা দলে ভেরায় পরিক্ষিত চার বিদেশীকেও। যার মধ্যে মরোক্কোর তারেক আল জানাবি। যিনি দুই মৌসুম আগে খেলে গেছেন শেখ রাসেলে। এর বাইরে হাইতিয়ান ফ্যাবিক্স নোয়েল, লিওনেল সেইন্ট প্রিয়ক্সও মান রাখছেন প্রতিটি ম্যাচে। বিদেশীদের কারনেই মামুনুল ইসলাম, সোহেল রানা, রায়হান হাসান, ইয়ামিন মুন্না, নাসির উদ্দিন চৌধুরীদের অনুপস্থিতি টের পাওয়া যাচ্ছে না। ফাইনালেও তাদের অনুপস্থিতি চোখে পরবে না বলেই বিশ^াস করেন দলের অধিনায়ক জাহিদ হোসেন। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য থাকবে ৯০ মিনিটে খেলা শেষ করা। কোনো ভাবেই ম্যাচটা যাতে অতিরিক্ত সময়ে না গড়ায় এজন্য আমরা আলোচনা করেছি। আমার উপর দল অনেক নির্ভর করে। জানি আমি ভালো খেললে দল জিতবে। আমার বিশ্বাস ম্যাচে আমরাই জয় পাবো এবং মৌসুমের প্রথম ট্রফি জিতবো।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ‘অল আবাহনী’ শিরোপা লড়াই
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ