Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

লোকসভায় গর্ভ ভাড়া বিল পাস

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম

বহু বাদ-প্রতিবাদের মধ্যেই গর্ভ ‘ভাড়া’ (সারোগেসি) নিয়ে নতুন বিল পাস হয়েছে ভারতের লোকসভায়। বুধবার লোকসভায় হট্টগোলের মধ্যেই কণ্ঠ ভোটে পাস হয় এ বিল। সারোগেসি (রেগুলেশন) বিল, ২০১৬-তে বলা হয়- বাণিজ্যিকভাবে এ দেশে সারোগেসি সম্পূর্ণ নিষিদ্ধ হলেও সন্তান ধারণে অক্ষম দম্পতির পাশে দাঁড়িয়ে কেউ যদি সারোগেসিতে অংশ নেন, তবে তা আইনসিদ্ধ। তবে এ ক্ষেত্রে কোনো বাণিজ্যিকীকরণ চলবে না। শুধু নিকটাত্মীয়রাই সারোগেসিতে অংশ নিতে পারবেন। লোকসভায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নড্ডা বিল নিয়ে আলোচনা শুরু করেন। এক ঘণ্টা বিতর্কের পর বিল পাস হয়। বিলের নানা বিষয় নিয়ে কংগ্রেস ও এআইডিএমকের সরব প্রতিবাদের মধ্যেই পাস হয় বিল। ইন্ডিয়ান এক্সপ্রেস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গর্ভ ভাড়া বিল পাস

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ