Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উপহার নিয়ে হাসপাতালে ওবামা

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার শিশু-প্রীতির কথা অনেকেরই জানা। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে ওবামাকে শিশুদের সঙ্গে বিভিন্ন মিথস্ক্রিয়ায় জড়াতে দেখা যেতো। সেই ধারাবাহিকতা এখনও বজায় রেখেছেন দুই সন্তানের এ জনক। শিশু-কিশোরদের সঙ্গে বড়দিনের আনন্দ ভাগাভাগি করে নিতে গত বছর সান্তা ক্লজের বেশে ওয়াশিংটনের একটি বয়েজ অ্যান্ড গার্লস ক্লাবে হাজির হয়েছিলেন ওবামা। এ বছর আবারও একই কায়দায় শিশুদের মাঝে উপস্থিত হতে দেখা গেছে তাকে। এবার অসুস্থ অবস্থায় হাসপাতালের বিছানায় শুয়ে থাকা শিশুদের মাঝে বড়দিনের আনন্দ পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন তিনি। ফরাসি বার্তা সংস্থার প্রতিবেদন থেকে জানা গেছে, বুধবার মাথায় সান্তা ক্লজের মতো হ্যাট পরে আর পিঠে বস্তাভর্তি উপহার নিয়ে আচমকা হাসপাতালে হাজির হন ওবামা। চিলড্রেন্স ন্যাশনাল হাসপাতালে ভর্তি থাকা ছোট ছোট রোগীদের জড়িয়ে ধরে তাদের হাতে উপহার তুলে দেন সাবেক এ মার্কিন প্রেসিডেন্ট। তাকে ওইভাবে দেখে উচ্ছ¡সিত হয়ে পড়ে শিশুরা। হাসপাতালের কর্মীরাও তাকে আন্তরিকভাবে অভিবাদন জানান। নিজস্ব টুইটার অ্যাকাউন্টে এ সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করেছেন ওবামা। শেয়ারকৃত ভিডিওর সঙ্গে দেওয়া পোস্টে হাসপাতালের কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন ওবামা। সেখানে তিনি আরও লিখেছেন, চমৎকার কিছু বাচ্চা আর তাদের পরিবারের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হাসপাতালে ওবামা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ