নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
রুমু, চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের মূল পর্ব আজ থেকে শুরু হচ্ছে। জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এবং এমএ আজিজ স্টেডিয়ামে ইংল্যান্ড ফিজির বিরুদ্ধে খেলবে। মূল পর্বের ম্যাচ শুরুর পূর্বে বাংলাদেশ যুবারা তাদের প্রস্তুতি ম্যাচে সফলতার মুখ দেখেছে। তাছাড়া দলের সহ-অধিনায়ক নাজমুল হোসাইন শান্তর ব্যাট থেকে প্রস্তুতি ম্যাচে এসেছে দুর্দান্ত এক সেঞ্চুরি। সুতরাং তার বয়সটা এখন ১৮ এর ভেতরে হলেও সে যে কতটা পরিপক্ব অধিনায়ক মেহেদী তা দেখতে পেয়েছে। তাই অধিনায়ক মেহেদী হাসান মিরাজের বাহিনী রয়েছে এখন ফুরফুরে মেজাজে। দলীয় অধিনায়ক মেহেদী হাসান মিরাজ দীর্ঘদিন ধরে দলের গুরুদায়িত্ব পালন করে চলেছেন। তাই মিরাজ বিশ্বকাপে আপাতত আজকের ম্যাচ নিয়ে ভাবছেন। কারণ প্রথম ম্যাচেই যে প্রতিপক্ষ বর্তমান চ্যম্পিয়ন দক্ষিণ আফ্রিকা। মিরাজ দক্ষিণ আফ্রিকার বাধা ভালোভাবে অতিক্রম করতে চান আগে। এই ম্যাচ জিতলে পরের ম্যাচগুলো সহজেই খেলা যাবে। আর দলের লক্ষ্য নিয়ে কথা বলতে গিয়ে শুধু বললেন, আমরা আগে দ্বিতীয় রাউন্ডে যেতে চাই। এরপর বাকিটা দেখা যাবে। এই যুব বিশ্বকাপকে সামনে রেখে চট্টগ্রাম রয়েছে পুরোপুরি প্রস্তুত। তবে অন্যান্য সব বিশ্বকাপের তুলনায় এ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ নিয়ে আলোচনা হচ্ছে একটু বেশি। আর সেই আলোচনার প্রধান ইস্যু হচ্ছে নিরাপত্তা। আইসিসি বাংলাদেশের নিরাপত্তা নিয়ে ক্ষেশ সন্তুষ্ট থাকলেও অস্ট্রেলিয়া নিরাপত্তার অজুহাত দেখিয়ে বাংলাদেশে আসেনি। তারপরও চট্টগ্রামে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম্যাচগুলো নিয়ে নিরাপত্তার ব্যাপারে কোন শিথিলতা দেখাতে রাজি নয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যেহেতু খেলা চলাকালীন সময়ে বিভিন্ন দলের খেলোয়াড়, কর্মকর্তা, আইসিসি কর্মকর্তা মিলে প্রচুর বিদেশী অবস্থান করবে চট্টগ্রামে। কাজেই সেই সময়ে নিরাপত্তার ব্যাপারে শতভাগ সজাগ থাকতে হবে সবাইকে। তাছাড়া অংশ নিতে আসা সবকটি দল থাকবে হোটেল র্যাডিসন বøুতে।
একই ছাতার নিচে এর আগে কখনও এতগুলো দল থাকেনি। যার ফলে নিরাপত্তার ব্যাপারে কিছুটা কম ঝামেলা পোহাতে হচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। এদিকে অনূর্ধ্ব-১৯ যুব ক্রিকেট বিশ্বকাপকে ঘিরে পর্যটন নগরী কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামও নতুন রূপে সেজেছে। বিশাল আয়তনের নতুন একটি অনুশীলন মাঠ (প্র্যাকটিস গ্রাউন্ড) নির্মাণ করা হয়েছে। এর পাশেই খেলোয়াড়দের জন্য নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন ড্রেসিংরুম। পাশাপাশি বর্ণিল রঙে রাঙিয়ে তোলা হচ্ছে পুরো স্টেডিয়ামকে। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সর্বাধিক ম্যাচ অনুষ্ঠিত হবে কক্সবাজার ভেন্যুতে। আগামী ২৭ জানুয়ারি থেকে ১৪ ফেব্রæয়ারি পর্যন্ত অনুষ্ঠিতব্য এ টুর্নামেন্টকে ঘিরে ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। এর মধ্যে সাগর পাড়ের কোলঘেঁষে দৃষ্টিনন্দন পরিবেশে গড়ে তোলা কক্সবাজার ভেন্যুতে থাকছে ১৭টি ম্যাচ। গ্রæপ পর্বের ৫টি ম্যাচ এবং প্লেট পর্বের সবগুলো ম্যাচ অর্থাৎ ১২টি ম্যাচ হবে কক্সবাজারে। মূল মাঠে ম্যাচ গড়াবে ৯টি, একাডেমি মাঠে ৮টি। কক্সবাজার ভেন্যুতে প্রথম ম্যাচ হবে ২৯ জানুয়ারি। ওই ম্যাচে সফরকারী স্কটল্যান্ডের প্রতিপক্ষ হবে নামিবিয়া।
আইসিসি অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ
রোল অব অনার
আসর স্বাগতিক চ্যাম্পিয়ন রানার্সআপ
১৯৮৮ অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া পাকিস্তান
১৯৯৮ দ.আফ্রিকা ইংল্যান্ড নিউজিল্যান্ড
২০০০ শ্রীলঙ্কা ভারত শ্রীলঙ্কা
২০০২ নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া দ.আফ্রিকা
২০০৪ বাংলাদেশ পাকিস্তান উইন্ডিজ
২০০৬ শ্রীলঙ্কা পাকিস্তান ভারত
২০০৮ মালয়েশিয়া ভারত দ.আফ্রিকা
২০১০ নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া পাকিস্তান
২০১২ অস্ট্রেলিয়া ভারত অস্ট্রেলিয়া
২০১৪ ইউএই দ.আফ্রিকা পাকিস্তান
২০১৬ বাংলাদেশ ? ?
২০১৬ গ্রæপিং ও প্রথম পর্বের ফিকশ্চার
গ্রæপ ‘এ’ : বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, স্কটল্যান্ড, নামিবিয়া
গ্রæপ ‘বি’ : পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, কানাডা
গ্রæপ ‘সি’ : ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, ফিজি
গ্রæপ ‘ডি’ : ভারত, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, নেপাল
তারিখ ম্যাচ নং গ্রæপ ম্যাচ ভেন্যু
২৭ জানু. ১ এ বাংলাদেশ-দ.আফ্রিকা চট্টগ্রাম
২ সি ইংল্যান্ড-ফিজি চট্টগ্রাম
২৮ জানু. ৩ ডি ভারত-আয়ারল্যান্ড মিরপুর
৪ ডি নেপাল-নিউজিল্যান্ড ফতুল্লা
৫ বি পাকিস্তান-আফগানিস্তান সিলেট
৬ বি শ্রীলঙ্কা-কানাডা সিলেট
২৯ জানু. ৭ সি জিম্বাবুয়ে-ফিজি চট্টগ্রাম
৮ সি ইংল্যান্ড-উইন্ডিজ চট্টগ্রাম
৯ এ স্কটল্যান্ড-নামিবিয়া কক্সবাজার
৩০ জানু. ১০ ডি ভারত-নিউজিল্যান্ড মিরপুর
১১ ডি নেপাল-আয়ারল্যান্ড ফতুল্লা
১২ বি শ্রীলঙ্কা-আফগানিস্তান সিলেট
১৩ বি পাকিস্তান-কানাডা সিলেট
৩১ জানু. ১৪ এ বাংলাদেশ-স্কটল্যান্ড কক্সবাজার
১৫ এ দ.আফ্রিকা-নামিবিয়া কক্সবাজার
১৬ সি উইন্ডিজ-ফিজি চট্টগ্রাম
১৭ সি ইংল্যান্ড-জিম্বাবুয়ে চট্টগ্রাম
১ ফেব্রæ. ১৮ ডি ভারত-নেপাল মিরপুর
১৯ ডি আয়ারল্যান্ড-নিউজিল্যান্ড ফতুল্লা
২০ বি আফগানিস্তান-কানাডা সিলেট
২ ফেব্রæ. ২১ এ বাংলাদেশ-নামিবিয়া কক্সবাজার
২২ এ দ.আফ্রিকা-স্কটল্যান্ড কক্সবাজার
২৩ সি উইন্ডিজ-জিম্বাবুয়ে চট্টগ্রাম
৩ ফেব্রæ. ২৪ বি পাকিস্তান-শ্রীলঙ্কা মিরপুর
সূত্র : ক্রিকইনফো এবং আইসিসি, সবক’টি ম্যাচ শুরু সকাল ৯টায়
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।