Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংলাপের মাধ্যমে সমাধানে প্রতিশ্রুত খুলনার প্রার্থীরা

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০১৮, ৫:৫৭ পিএম


‘শান্তি জিতলে জিতবে দেশ’ ও ‘শান্তিতে বিজয়’ এ স্লোগানকে সামনে রেখে শান্তিপূর্ণ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে অঙ্গীকার করেছেন খুলনার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সমর্থকসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা। শপথ বাক্য পাঠের মাধ্যমে শান্তির জন্য এ অঙ্গীকার করেন তারা।
বৃহস্পতিবার দুপুরে নগরীর একটি অভিজাত হোটেলে বেসরকারি উন্নয়ন সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ‘শান্তিতে বিজয় টাউন হল মিটিং’ শীর্ষক এ সপথ অনুষ্ঠানের আয়োজন করে।
এ শপথ বাক্য পাঠ করান আওয়ামী লীগ মনোনীত খুলনা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী সেখ সালাহউদ্দিন জুয়েল। অনুষ্ঠানে সেখ সালাহউদ্দিন জুয়েল ও খুলনা-৪ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আজিজুল বারি হেলাল তাদের বক্তব্যে শান্তির বিজয় প্রত্যাশা করে সন্ত্রাস, চাঁদাবাজ, ভূমিদস্যুমুক্ত এবং গণতান্ত্রিক পরিবেশে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপি নেতা মেহেদী হাসান দিপু ও আওয়ামী লীগ নেত্রী মমতাজ শিরিন ময়না। নির্বাচনী আচরণবিধি সংক্রান্ত পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল খুলনার রিজিওনাল প্রোগ্রাম অফিসার রুবাইয়াত হাসান ও রিজিওনাল কো-অর্ডিনেটর আসমা আক্তার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ