Inqilab Logo

শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

পুলিশ প্রচারণায় বাধা দিচ্ছে এবং নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করছে, বিএনপি প্রার্থী ডা: প্রিয়াংকার অভিযোগ

শেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০১৮, ৪:০৭ পিএম

শেরপুর- ১ (সদর) আসনে বিএনপির সমর্থিত সর্বকনিষ্ঠ প্রার্থী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াংকা প্রচারণা চালাচ্ছেন। শীত উপেক্ষা করে ২০ ডিসেম্বর সকাল থেকে চরশেরপুর ও লছমনপুর ইউনিয়নে প্রচারণা চালিয়েছেন বিএনপির প্রার্থী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াংকা। এসময় তিনি একাধিক পথ সভাতে বক্তব্য রাখেন এবং গণসংযোগ করেন। ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াংকা সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, বিএনপির বিজয় নিশ্চিত জেনে পুলিশ আমার বিজয়কে ঠেকানোর জন্য আমার নির্বাচনী প্রচারনায় বাধা প্রদান করছেন। আমার নির্বাচনী অফিস ভাংচুর, পোষ্টার লাগাতে বাধা প্রদান, ভোট না দিতে ভোটারদের হুমকি দিয়ে আসছে। বর্তমানে আওয়ামীলীগ তাদের নিজেদেরে অফিস নেজেরাই ভাংচুর ও পুড়ে দিয়ে আমার সাধারণ নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিচ্ছে। এসময় জেলা বিএনপি নেতা সাইফুল ইসলাম স্বপন, হাতেম আলী, আওয়াল চৌধুরী, মামুনুর রশিদ পলাশ, শহিদুল ইসলাম ভিপি, ফরহাদ আলী, সাইফুল ইসলাম, সফিকুল ইসলাম গোল্ডেন প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে জেলার এ গুরুত্বপূর্ণ আসনটির ভোটাররা চায় নির্বিগ্নে ভোট দিতে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ