গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
আবদুর রহমান মল্লিক : মার্ক টোয়েন বলেছিলেন, প্রতিদিন দুটি সূর্য ওঠে। একটি প্রকৃতির সূর্য আরেকটি সংবাদপত্রের সূর্য। সংবাদপত্রের সাথে মানুষের সম্পর্ক অতি নিবিড়। প্রতিদিনের খবর জানার দুর্নিবার আকাক্সক্ষা মানুষের চিরন্তন। পত্রিকা না পড়লে তাদের একদিনও চলে না। আর সে পত্রিকা যদি হয় মন-মানসিকতার সাথে সঙ্গতিপূর্ণ তা হলেতো কথাই নেই। যে কারণে আমার প্রতিদিন লক্ষ্য করি ইনকিলাব ভবনের সামনে শত শত পাঠকের ভিড়। ভবনের সামনের দেয়ালে পেস্টিং করা দৈনিক ইনকিলাব পড়তে দেখা যায় ভোর থেকে গভীর রাত পর্যন্ত। বহু মুসল্লী আশপাশের মসজিদে ফজর নামাজ পড়েই চলে আসেন পত্রিকা পড়তে। অনেকের এটি রুটিন ওয়ার্কের মতো হয়ে গিয়েছে। শুধু তাই নয়, সারা দিন-রাত বিভিন্ন শ্রেণি-পেশার আগ্রহী মানুষেকে দেখা যায় প্রিয় পত্রিকা ইনকিলাব পড়তে। গত সোমবার তখন রাত ১১.১৫টা। দেখা গেল একজন বয়োবৃদ্ধ মানুষ তার মোবাইল সেটের ক্যামেরা অন করে লেখা বড় করে স্বাচ্ছন্দ্যে পড়ে যাচ্ছেন। সারাদিন কর্মব্যস্ত থাকার পরও একজন বয়স্ক ব্যক্তি এই পত্রিকার সংবাদ খুটিয়ে খুটিয়ে পড়ার ঐকান্তিক আগ্রহ অন্যদের কৌতূহল জাগায় বৈকি। ফুটপাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইনকিলাব পড়া আগ্রহী পাঠকদের কয়েকজনকে জিজ্ঞাসা করলে তারা অভিমত দেন বিভিন্নভাবে। তাদের মতে ইনকিলাবে যা পাওয়া যায় অন্য পত্রিকায় তা নেই, ইনকিলাব আমাদের কথা লেখে, ইনকিলাব মানুষের মনে আশা জাগায়, এই পত্রিকা তাহজীব-তমদ্দুনকে ধারণ করে আছে, ইনকিলাব পাঠককে আশ্বস্ত করে ইত্যাদি। কেউ বলেন দেয়ালে পত্রিকা পড়ার এমন আগ্রহ ও কৌত‚হল অন্যকোন পত্রিকার ক্ষেত্রে লক্ষ্য করা যায় না। পাঠক চাহিদার দিকে লক্ষ ইনকিলাবের রিপোর্ট তাই দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।