পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আওয়ামী লীগের ইশতেহার জনগনকে আশাবাদী ও উজ্জীবিত করলেও বিএনপির ইশতেহার তাদের চরমভাবে হতাশ করেছে।
গতকাল দুপুরে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। জাহাঙ্গীর কবির নানক বলেন, মঙ্গলবার আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের ইশতেহার ঘোষণা করেছেন। এ ইশতেহার তরুণ প্রজম্মসহ দেশের সকল মানুষকে খুশি, উজ্জীবিত ও আশাবাদী করেছে।
তিনি বলেন, অপরদিকে বিএনপির ইশতেহার জনগণকে চরমভাবে হতাশ করেছে। কারণ তাদের ইশতেহার রাজাকার ও যুদ্ধাপরাধীদের বাঁচানোর ইশতেহার। সরকারি চাকরির বয়স তুলে দেয়ার তারা (বিএনপি) যে প্রতিশ্রæতি দিয়েছে তা তরুণদের সঙ্গে প্রহসন ছাড়া আর কিছুই নয়।
নানক বলেন, পাকিস্তানী গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সঙ্গে বিএনপির দফায়-দফায় বৈঠকের খবর আমরা পত্র-পত্রিকায় পড়ছি। এতে প্রমান হয়, বিএনপি-জামায়াত একাদশ জাতীয় সংসদ নির্বাচন ভন্ডুলের পায়তারা করছে। তিনি বলেন, নির্বাচন নিয়ে বিএনপি-জামায়াতের কোন ষড়যন্ত্র যাতে সফল হতে না পারে সে বিষয়ে দেশের প্রতিটি মানুষকে সজাগ থাকতে হবে। বাংলার জনগণ নির্বাচন করবেই, করবে। কোন অপশক্তি নির্বাচনকে বানচাল করতে পারবে না।
নানক বলেন, আওয়ামী লীগের প্রায় সকল বিদ্রোহী প্রার্থী নির্বাচন থেকে সরে গেছে। আর মাত্র চার জন বিদ্রোহী প্রার্থী রয়েছে, তারাও সরে যাবে। সরে না গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এ সময় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বিএম মোজাম্মেল হক, তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট আফজাল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া প্রমুখ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।