নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : দীর্ঘ আট বছর পর আবারো কলাবাগান ক্রীড়া চক্রের আয়োজনে শুরু হতে যাচ্ছে অনূর্ধ্ব-১৩ ক্রিকেট টুর্নামেন্ট। এবার প্রধান উপদেষ্টা প্রয়াত ইফতেখার উদ্দিন আহমেদ স্মরণে এ টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে দেশের ঐতিহ্যবাহী ক্রিকেট ক্লাবটি। টুর্নামেন্ট শুরু হবে আগামী শনিবার। কলাবাগান ক্রীড়া চক্রের নিজস্ব মাঠে অনুষ্ঠিতব্য এ টুর্নামেন্টে ঢাকা শহরের মোট বিশটি একাডেমী অংশগ্রহণ করছে। গতকাল ক্লাব সভাপতি শফিকুল আলম ফিরোজের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের বিস্তারিত তুলে ধরেন সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নাজমুল করিম টিংকু। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ক্লাবের ক্রিকেট চেয়ারম্যান অনিক ইন্তেজার আহমেদ, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ, জাতীয় দলের সাবেক কোচ জালাল আহমেদ, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান নুরুল আজিম এবং ক্লাবের ক্রিকেট সেক্রেটারি রিয়াজ উদ্দিন বাবু। সব শেষে অংশগ্রহণকারী দলগুলোর অধিনায়ক ও কোচদের উপস্থিতিতে টুর্নামেন্টের ট্রফিও উম্মোচন করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।