Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উল্লাপাড়ায় শিবির নেতাসহ গ্রেফতার

সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০১৮, ৩:২০ পিএম
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অভিযান চালিয়ে জেলা শিবিরের সেক্রেটারিসহ জামায়াত-শিবিরের সাত নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় জব্দ করা হয়েছে ছয়টি ককটেল।  
মঙ্গলবার (১৮ ডিসেম্বর) দিনগত রাতে উপজেলার বন্যাকান্দি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।     
গ্রেফতাররা হলেন- সিরাজগঞ্জ জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি সদর উপজেলার একডালা গ্রামের জহুরুল ইসলামের ছেলে মাসুদ রানা (২১), উল্লাপাড়া উপজেলার বেতবাড়ী গ্রামের  ফুলবক্সের ছেলে জামায়াত কর্মী শরিফুল ইসলাম (৩৫), ঝিকিড়া এলাকার গোলাম মোস্তফার ছেলে শাহিন আলম (২০), মাগুড়াডাঙ্গা গ্রামের আলতাফ আলীর ছেলে রাশেল রানা (২০), রামকান্তপুর আব্দুর রবের রাহুল রানা (১৮), কাজিপাড়ার গোলবার হোসেনের ছেলে আলী (১৯) ও বালশাবাড়ী মৃত বেলাল হোসেনের ছেলে আলমগীর (৪৫)।
 
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) দেওয়ান কওশিক আহম্মেদ জানান,  নাশকতার পরিকল্পনা করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে জেলা ছাত্র শিবিরের সেক্রেটারিসহ সাত জামায়াত-শিবিরের নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে জব্দ করা হয় ছয়টি ককটেল বোমা।
 
গ্রেফতারদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে বলেও জানান ওসি। 


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিবির


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ