বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ইসলামী ছাত্রশিবির সন্দেহে মো.ইয়াকুব হোসেন নামের এক কলেজ শিক্ষার্থীকে পিটিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে ছাত্রলীগ। গতকাল বৃহস্পপতিবার বিকালে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা সদরের বাহেরচর বাজারে এ ঘটনা ঘটে। ইয়াকুব হোসেন পটুয়াখালী সরকারী কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি গলাচিপা উপজেলার পানখালী এলাকায়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি খালিদ বিন ওয়ালিদ তালুকদার বলেন, স্থানীয় ছাত্রশিবিরের কর্মীদের সঙ্গে নাশকতার পরিকল্পনা করা অবস্থায় পটুয়াখালী জেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক ও রাঙ্গাবালী উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ইয়াকুব হোসেনকে ছাত্রলীগের কর্মীদের নিয়ে হাতেনাতে ধরে ফেলি। পরে তাকে পিটিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছি। এ সময় ছাত্রশিবিরের বাঁকি কর্মীরা পালিয়ে যায়।
তবে পুলিশের হেফাজতে ইয়াকুব হোসেন ছাত্রশিবিরের সঙ্গে সম্পৃক্ততার কথা অস্বীকার করে বলেন, আমি এখানে বেড়াতে আসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।