Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আওয়ামী লীগের ২১ অঙ্গীকার

ইশতেহার ঘোষণা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

০ স্লোগান : সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ
০ আমার গ্রাম-আমার শহর
০ তারুণ্যের শক্তি বাংলাদেশের সমৃদ্ধি
০ ২০২৩ সাল নাগাদ ১ কোটি ২৮ লাখ কর্মসংস্থান সৃষ্টি
০ কোরআন-সুন্নাহ বিরোধী আইন করা হবে না
০ ২০৩০ সালে মাথাপিছু আয় হবে ৫ হাজার ৪৭৯ ডলার

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ‘নির্বাচনী ইশতেহার’ ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ স্লোগানে ইশতেহারে আমার গ্রাম-আমার শহর, তারুণ্যে শক্তি বাংলাদেশের সমৃদ্ধি, ২০২৩ সালের মধ্যে ১ কোটি ২৮ লাখ কর্মসংস্থান সৃষ্টি, কোরআন সুন্নাহ বিরোধী আইন না করাসহ ২১টি অঙ্গীকার করা হয়েছে। গতকাল আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ঘোষণা দেন।
এ উপলক্ষে সকাল দশটায় হোটেল সোনারগাঁওয়ের বলরুমে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় মহাজোটের নেতৃবৃন্দ, ঢাকায় কর্মরত বিদেশী কূটনীতিক, ব্যবসায়ী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ইশতেহারে ২০২১ সালে মধ্যম আয়ের দেশ, ২০৩০ সালে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের মাধ্যমে উন্নয়ন জংশনে মিলিত হওয়া, ২০৪১ সালে সোনার বাংলা, ২০৭১ সালে স্বাধীনতার ১০০ বছর পূর্তিতে সমৃদ্ধির সর্বোচ্চ শিখরে পৌঁছানো এবং ২১০০ সালে নিরাপদ বদ্বীপ পরিকল্পনাকে লক্ষ্য হিসেবে ধরা হয়েছে।
এছাড়া গ্রামভিত্তিক উন্নয়ন তথা গ্রামে আধুনিক সুবিধার উপস্থিতি, শিল্প উন্নয়ন, স্থানীয় সরকার, স্বাস্থ্য, যোগাযোগ, জলবায়ু পরিবর্তন ও সুরক্ষা, মুক্তিযোদ্ধাদের কল্যাণসহ বিভিন্ন খাতে সুনির্দিষ্ট পরিকল্পনা করেছে আওয়ামী লীগ।

ইশতেহারে ২১টি অঙ্গীকার হল :
১. আমার গ্রাম, আমার শহর-প্রতিটি গ্রামে আধুনিক নগর সুবিধা সম্প্রসারণ; ২. তারুণ্যের শক্তি-বাংলাদেশের সমৃদ্ধি: তরুণ যুব সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করা এবং কর্মসংস্থানের নিশ্চয়তা; ৩. দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ; ৪. নারীর ক্ষমতায়ন, লিঙ্গ সমতা ও শিশু কল্যাণ; ৫. পুষ্টিসম্মত ও নিরাপদ খাদ্যের নিশ্চয়তা; ৬. সন্ত্রাস-সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদ ও মাদক নির্মূল; ৭. মেগা প্রজেক্টগুলোর দ্রæত ও মানসম্মত বাস্তবায়ন; ৮. গণতন্ত্র ও আইনের শাসন সুদৃঢ় করা; ৯. দারিদ্র্য নির্মূল; ১০ সকল স্তরে শিক্ষার মান বৃদ্ধি; ১১. সকলের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবার নিশ্চয়তা; ১২. সার্বিক উন্নয়নে ডিজিটাল প্রযুক্তির অধিকতর ব্যবহার; ১৩. বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তা নিশ্চয়তা; ১৪. আধুনিক কৃষি ব্যবস্থা- লক্ষ্য যান্ত্রিকীকরণ; ১৫. দক্ষ ও সেবামুখী জনপ্রশাসন; ১৬. জনবান্ধব আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা; ১৭ বøু- ইকোনোমি- সমুদ্র সম্পদ উন্নয়ন; ১৮. নিরাপদ সড়কের নিশ্চয়তা; ১৯ . প্রবীণ, প্রতিবন্ধী ও অটিজম কল্যাণ; ২০. টেকসই উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন-সমৃদ্ধ বাংলাদেশ; ২১. সরকারি ও বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি।
আওয়ামী লীগের ইশতেহারের উল্লেখ যোগ্য প্রতিশ্রæতিগুলো তুলে ধরা হল:
আইনের শাসন ও মানবাধিকার সুরক্ষা
আইনের শাসনের মূল বক্তব্যই হচ্ছে আইনের দৃষ্টিতে সকলেই সমান; কেউই আইনের ঊর্ধ্বে নয়। এই নীতির আরেকটি অর্থ হচ্ছে কেবলমাত্র সংবিধান ও নির্বাচিত সংসদ কর্তৃক প্রণীত আইনসমূহের ভিত্তিতেই রাষ্ট্র পরিচালিত হবে।
প্রত্যেক নাগরিকের আইনের আশ্রয় ও সাহায্য-সহায়তা লাভের সুযোগ-সুবিধা অবারিত করা হবে। বিচার বিভাগের স্বাধীনতা সংরক্ষণ ও মর্যাদা সমুন্নত রাখা হবে। সর্বজনীন মানবাধিকার সুনিশ্চিত করার পাশাপাশি মানবাধিকার লঙ্ঘনের যেকোনও প্রচেষ্টা প্রতিহত করার ব্যবস্থা সুনিশ্চিত করা হবে। মানবাধিকার কমিশনের স্বাধীনতা এবং কার্যকারিতা সুনিশ্চিত করার ব্যবস্থা অব্যাহত থাকবে।
দক্ষ, সেবামুখী ও জবাবদিহিমূলক প্রশাসন
প্রজাতন্ত্রের কর্মবৃত্তে নিয়োগ, পদায়ন ও পদোন্নতির মাপকাঠি শুধু জ্যেষ্ঠতা নয়; যোগ্যতা হবে। একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর, দক্ষ দুর্নীতিমুক্ত দেশপ্রেমিক গণমুখী প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার কাজ অব্যাহত থাকবে। নিশ্চিত করা হবে প্রশাসনের স্বচ্ছতা, জবাবদিহি, ন্যায়পরায়তা এবং সেবাপরায়তা। প্রশাসনের দায়িত্ব হবে নির্ধারিত নীতিমালা ও নির্বাহী নির্দেশাবলি বাস্তবায়ন। সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে দীর্ঘসূত্রতা, দুর্নীতি, আমলাতান্ত্রিক জটিলতা এবং সর্বপ্রকার হয়রানির অবসান ঘটানোর কাজ অব্যাহত থাকবে। বিশেষভাবে সিদ্ধান্ত গ্রহণের নানা স্তর কঠোরভাবে সংকুচিত করা হবে। নিয়মানুবর্তী এবং জনগণের সেবক হিসেবে প্রশাসনকে গড়ে তোলার কাজ অগ্রসর করে নেয়া হবে।
জনবান্ধব আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গড়ে তোলা
আগামী পাঁচ বছরে প্রয়োজনীয় সংখ্যক জনবল পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে নিয়োগ করা হবে। সাংগঠনিক কাঠামো সংস্কারের কাজ আগামীতে অব্যাহত থাকবে। পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আধুনিক ও যুগোপযোগী করার কাজ চলমান থাকবে। সেবা প্রদানের জন্য দ্রæত সাড়াদানের লক্ষ্যে প্রয়োজনীয় যানবাহন- সরঞ্জামাদি সরবরাহ, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, প্রয়োজনীয় ভূমি ও অবকাঠামোর সংস্থান, প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধিসহ সদস্যদের কল্যাণমূলক কার্যের পরিধি বিস্তারে কৌশলগত পরিকল্পনার আলোকে বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে।
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ:
দুর্নীতি দমন কমিশনকে কর্মপরিবেশ ও দক্ষতার দিক থেকে যুগোপযোগী ও আধুনিকায়ন করা হবে। সেক্ষেত্রে দুর্নীতি দমনের ক্ষেত্রে আধুনিক তথ্য ও প্রযুক্তির সহজলভ্যতায় এবং প্রায়োগিক ব্যবহারে সহযোগিতা অব্যাহত থাকবে।
সন্ত্রাস, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা ও মাদক নির্মূল:
আগামীতে জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির প্রতি সরকারের দৃঢ় অবস্থান থাকবে। সন্ত্রাসী-গডফাদারদের এবং তাদের আশ্রয়-প্রশ্রয়দাতাদের চিহ্নিত করে গ্রেফতার এবং বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। সন্ত্রাস, চাঁদাবাজি, দখল, চুরি, ডাকাতি, ছিনতাই বন্ধে সর্বোচ্চ গুরুত্বারোপ করা হবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ও চলমান অভিযান অব্যাহত থাকবে। মাদকাসক্তদের পুনর্বাসনের জন্য সরকারি অর্থায়নে সংশোধনাগারের সংখ্যা বৃদ্ধি করা হবে। আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আধুনিকায়নের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি করা হবে।
স্থানীয় সরকার : জনগণের ক্ষমতায়ন
সুষম উন্নয়নের লক্ষ্যে জনসংখ্যা ও ভৌগোলিক অবস্থানকে বিবেচনায় নিয়ে জেলাভিত্তিক বাজেট প্রণয়ন করা হবে। বিভিন্ন স্তরে স্থানীয় সরকারের জন্য বাজেট প্রণয়ন করা হবে। জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের মধ্যে দায়িত্ব বিভাজন সুনির্দিষ্ট করা হবে। স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের উপযোগী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। নগর ও শহরে ভূমি ব্যবহার পরিকল্পনা, পরিকল্পিত উন্নয়ন এবং নগর ব্যবস্থাপনায় অধিকতর স্বচ্ছতা, জবাবদিহি ও জনগণের অধিকতর অংশগ্রহণ নিশ্চিত করা হবে।
সামষ্টিক অর্থনীতি: উচ্চ আয়, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ২০২১ থেকে স্বাধীনতার ৭০ বছর ২০৪১। বিগত ১০ বছরে আওয়ামী লীগ শাসনামলে উন্নয়নের সূচকগুলোর বিস্ময়কর অগ্রগতি এবং আপামর মানুষের জীবন-জীবিকার উন্নতি গণমনে আত্মবিশ্বাস ও সাহস এমন পর্যায়ে উন্নীত করেছে যে, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধশালী দেশে রূপান্তর সম্ভব।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর লক্ষ্য অর্জন করতে হবে এবং পর্যায়ক্রমে স্বাধীনতার ৭০ বছরের লক্ষ্যমাত্রা অর্জনের দিকে অগ্রসর হতে হবে। এ লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা, সুদূরপ্রসারী কৌশল ও ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হবে।
পরিকল্পনা অনুযায়ী, আগামী পাঁচ বছরের মধ্যে তরুণদের জন্য ১ কোটি ২৮ লাখ কর্মসংস্থান সৃষ্টি করা হবে। ২০৩০ সালে বাংলাদেশের মাথাপিছু আয় হবে ৫ হাজার ৪৭৯ ডলারেরও বেশি। এই পরিকল্পনায় ২০৪১ সালের মধ্যে বাংলাদেশের সার্বিক দারিদ্র্যের হার শূন্য শতাংশে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। ২০২১ থেকে ২০৪১, অর্থাৎ ২০ বছর বাংলাদেশকে প্রকৃত জিডিপি প্রবৃদ্ধির গড় হার ১০ শতাংশ ধরে রাখতে হবে।
এ জন্য কয়েকটি কৌশল ও পদক্ষেপও উল্লেখ করা হয়েছে। তা হল:
বেসরকারি খাতে নতুন মূলধন সৃষ্টির হার বৃদ্ধির লক্ষ্যে: ২০৪১ সালের মধ্যে বিনিয়োগের হার জিডিপি’র ৪০ শতাংশে উন্নীত করতে হবে। পর্যাপ্ত অবকাঠামো সেবা সরবরাহ করতে হবে। রফতানি বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে হবে। ব্যাংক ও বীমা খাতের সেবা সম্প্রসারণ, দক্ষতা ও দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে। পুঁজিবাজারের সম্প্রসারণ ও গভীরতা এবং পুঁজিপণ্য সরবরাহ ও বৈচিত্র বাড়াতে হবে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর অংশগ্রহণ বৃদ্ধি করা হবে। ক্ষুদ্র ও মাঝারি মূলধনী কোম্পানির শেয়ার এবং ভেঞ্চার ক্যাপিটালে বিনিয়োগকারী প্রতিষ্ঠানসমূহের লেনদেন দ্রæত নিষ্পন্ন করা হবে।
জনসংখ্যায় বয়স কাঠামোর সুবিধাকে কাজে লাগানোর লক্ষ্যে: ২০১৫ সালে বাংলাদেশে কর্মক্ষম জনগোষ্ঠীর অনুপাত ছিল ৬৬ শতাংশ, ২০৩০ সালে যা বৃদ্ধি পেয়ে হবে ৭০ শতাংশ। ২০৩০-এর পর থেকে এই হার কমতে থাকবে। এই জনমিতিক সম্ভাবনার সুফল বাস্তবায়নের জন্য সকল পদক্ষেপ নেয়া হবে।
রফতানি আয় বৃদ্ধির লক্ষ্যে: রফতানি পণ্যের বৈচিত্র বৃদ্ধি এবং নতুন বাজার প্রতিষ্ঠা করতে হবে। সীমিত সংখ্যক পণ্য ও বাজারের ওপর নির্ভর করে রপ্তানি সম্প্রসারণ দুঃসাধ্য। রফতানি বহুমুখীকরণের জন্য খাতভিত্তিক সমস্যাবলি সমাধানের পদক্ষেপ নেয়া হবে।
প্রবৃদ্ধি ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে: ২০৩০ সালের মধ্যে দেশকে উচ্চ-মধ্যম আয়ের দেশে পরিণত করার জন্য সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার (২০১৬-২০) কালপর্বে গড় প্রবৃদ্ধি ৭.৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে এবং অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার (২০২১-২৫) কালপর্বে এই হার গড়ে ১০.০ শতাংশ ছুঁয়ে যাবে।
কাক্সিক্ষত রাজস্ব আদায়ের লক্ষ্যে: আয়কর, ভ্যাট ও সম্পূরক শুল্কের ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার করে রাজস্ব সংগ্রহ বাড়ানো হবে। মূসক আইন যুক্তিযুক্ত ও বাস্তবায়নযোগ্য করে বিদ্যমান ইস্যুগুলোকে সমাধান করা হবে। ভ্রান্ত পৌনঃপুনিক কর আরোপ (কাসকেডিং) পরিহার করা হবে। বিকল্প বিরোধ নিষ্পত্তির (এডিআর) ব্যবহার বৃদ্ধি করা হবে। নিরীক্ষা প্রতিবেদন ও বিরোধ নিষ্পত্তির সাফল্য বিবেচনায় নিয়ে কর কর্মকর্তাদের পুরস্কার বা প্রণোদনা প্রদান কার্যক্রমকে অধিক কার্যকর করা হবে। আয়ের সাথে সঙ্গতি রেখে আয়করের পরিধি ক্রমান্বয়ে বাড়ানো হবে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) দ্বিগুণ করার জন্য অর্থাৎ জাতীয় আয়ের ৯ শতাংশ এডিপিতে খরচ করার উদ্দেশে বাজেট কৌশলে সমন্বয় করা হবে। বিদেশি অর্থায়নের কার্যকরী ব্যবহার নিশ্চিত করা হবে। ব্যাংক হতে ঘাটতি অর্থসংস্থান নিয়ন্ত্রণে রাখা হবে।
ব্যাংকিং ও আর্থিক খাতের উন্নয়নের লক্ষ্যে: বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ওপর বাংলাদেশ ব্যাংকের চলমান তদারকি ও নিয়ন্ত্রণ অধিকতর কার্যকর ও শক্তিশালী করা হবে। ঋণসহ ব্যাংক জালিয়াতি কঠোর হস্তে দমন এবং সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তা-কর্মচারী, ঋণ গ্রাহক ও দোষীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে। খেলাপি ঋণের পরিমাণ কমিয়ে আনার এবং দেউলিয়া আইন বাস্তবায়নের টেকসই ও কার্যকর পদ্ধতি নির্ণয় করা হবে। বাজার-ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত না করে কেন্দ্রীয় ব্যাংক বিচক্ষণতার সাথে নির্দিষ্ট পদ্ধতি ব্যবহার করে সুদের হার নিয়ন্ত্রণে রাখবে। ঋণ অনুমোদন ও অর্থ ছাড়ে দক্ষতা এবং গ্রাহকের প্রতি ব্যাংকের দায়বদ্ধতা পরিবীক্ষণের জন্য কেন্দ্রীয় ব্যাংক পদক্ষেপ নেবে। অর্থপাচার রোধ করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
অবকাঠামো উন্নয়নে বৃহৎ প্রকল্প (মেগা প্রজেক্ট)
অবকাঠামো রূপান্তরের লক্ষ্যে বৃহৎ প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের পরিকল্পনা অব্যাহত রাখা হবে। পদ্মা রেলসেতু সংযোগ এবং কক্সবাজার-দোহাজারী-রামু-গুনদুম রেলপথ নির্মাণ প্রকল্প বাস্তবায়নের কাজ ত্বরান্বিত করা হবে। মাতারবাড়ী কয়লা বন্দর, ভোলা গ্যাস পাইপ লাইন ও উপকূলীয় অঞ্চলে একটি পেট্রোকেমিক্যালস কারখানা স্থাপন প্রকল্প বাস্তবায়ন করা হবে।
‘আমার গ্রাম, আমার শহর’ : প্রতিটি গ্রামে আধুনিক নগর সুবিধা সম্প্রসারণ
গ্রামকে আওয়ামী লীগ উন্নয়ন ও সমৃদ্ধির কেন্দ্রীয় দর্শন হিসেবে বরাবরই বিবেচনা করে এসেছে। স্বাধীন দেশে জাতির পিতা সংবিধানের ১৬ অনুচ্ছেদে নগর ও গ্রামের বৈষম্য ক্রমাগতভাবে দূর করার উদ্দেশে কৃষিবিপ্লবের বিকাশ, গ্রামাঞ্চলে বৈদ্যুতিকরণের ব্যবস্থা, কুটির শিল্প ও অন্যান্য শিল্পের বিকাশ এবং শিক্ষা, যোগাযোগ-ব্যবস্থা ও জনস্বাস্থ্যের উন্নয়নের মাধ্যমে গ্রামাঞ্চলের আমূল রূপান্তর সাধনের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে বলে অঙ্গীকার যুক্ত করেছিলেন। বর্তমান সরকার প্রতিটি গ্রামকে শহরে উন্নীত করার কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করবে।
উন্নত রাস্তাঘাট, যোগাযোগ, সুপেয় পানি, আধুনিক স্বাস্থ্যসেবা ও সুচিকিৎসা, মানসম্পন্ন শিক্ষা, উন্নত পয়ঃনিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা, বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ বৃদ্ধি, কম্পিউটার ও দ্রæতগতিসম্পন্ন ইন্টারনেট সুবিধা, বৈদ্যুতিক সরঞ্জামসহ মানসম্পন্ন ভোগ্যপণ্যের বাজার সম্প্রসারণের মাধ্যমে প্রতিটি গ্রামকে আধুনিক শহরের সকল সুবিধাদি দেয়ার ব্যবস্থা নেয়া হবে।
গ্রামে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ আরও বাড়ানো ও নির্ভরযোগ্য করার লক্ষ্যে গ্রæপভিত্তিতে বায়োগ্যাস প্লান্ট ও সৌরশক্তি প্যানেল বসানোর উৎসাহ ও সহায়তা দেয়া হবে।
গ্রাম পর্যায়ে কৃষিযন্ত্র সেবাকেন্দ্র, ওয়ার্কশপ স্থাপন করে যন্ত্রপাতি মেরামতসহ গ্রামীণ যান্ত্রিকায়ন সেবা সম্প্রসারণ করা হবে এবং এসবের মাধ্যমে গ্রামীণ যুবক ও কৃষি উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিয়ে উৎপাদনশীল কর্মসংস্থান করা হবে। অকৃষি খাতের এসব সেবার পাশাপাশি হাল্কা যন্ত্রপাতি তৈরি ও বাজারজাত করতে বেসরকারি খাতের প্রান্তিক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ সুবিধাসহ প্রয়োজনীয় সহায়তা দেয়া হবে।
তরুণ যুবসমাজ : ‘তারুণ্যের শক্তি বাংলাদেশের সমৃদ্ধি’
একটি সুচিন্তিত কর্মপরিকল্পনা প্রণয়নের মাধ্যমে জাতীয় যুবনীতি পুরোপুরিভাবে বাস্তবায়ন করা হবে। তরুণদের কল্যাণ ও উন্নয়ন কাজে প্রশাসনিক গতি আনতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতায় গঠন করা হবে পৃথক যুব বিভাগ। জাতীয় বাজেটে বাড়ানো হবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আর্থিক বরাদ্দ। জেন্ডার বাজেটের আলোকে প্রণয়ন করা হবে বার্ষিক যুব বাজেট। তরুণদের সাথে সম্পর্কিত বিভিন্ন বিষয়ে গবেষণা করার জন্য গঠন করা হবে যুব মন্ত্রণালয়ের আওতাধীন ‘যুব গবেষণা কেন্দ্র’।
শিক্ষা, দক্ষতা ও কর্মসংস্থান বৃদ্ধিতে স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষাকে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় যুগোপযোগী করতে কারিগরি শিক্ষা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে অধিকতর বিনিয়োগ করা হবে। বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার জন্য আর্থিক ও অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হবে। বিজ্ঞান ও প্রযুক্তি অগ্রাধিকার পাবে। তরুণদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ন্যাশনাল সার্ভিস কর্মসূচি পর্যায়ক্রমে দেশের প্রতিটি উপজেলায় প্রসারিত করা হবে। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর বিষয়ে মেধা ও দক্ষতা বিবেচনায় রেখে বাস্তবতার নিরীখে যুক্তিসংগত ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতিটি উপজেলায় ‘যুব প্রশিক্ষণ কেন্দ্র’ স্থাপন করা হবে। কর্মসংস্থানে কৃষি, শিল্প ও সেবার অংশ যথাক্রমে ৩০, ২৫ ও ৪৫ শতাংশে পরিবর্তন করা হবে। ২০২৩ সাল নাগাদ অতিরিক্ত ১ কোটি ৫০ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টির পদক্ষেপ গৃহীত হয়েছে। এছাড়া উক্ত সময়ে নতুনভাবে ১ কোটি ১০ লাখ ৯০ হাজার মানুষ শ্রমশক্তিতে যুক্ত হবে।
ইশতেহার ঘোষণার সময় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, বাবা-মা, ভাই এবং আত্মীয় পরিজনকে হারানোর পর ব্যক্তিগত চাওয়া-পাওয়ার কিছু নেই। আমি রাজনীতি করছি শুধুমাত্র জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নের জন্য, এদেশের মানুষের কল্যাণের জন্য।
আওয়ামী লীগ সভাপতি বলেন, এদেশের সাধারণ মানুষ যাতে ভালভাবে বাঁচতে পারে, উন্নত জীবন পায়, তাদের জীবন সমৃদ্ধশালী হয়, ক্ষুধা, দারিদ্র্য এবং বঞ্চনা থেকে তারা যেন মুক্তি পায়, তাদের জীবনটাকে আরো উন্নত করাÑ এটাই আমার একমাত্র লক্ষ্য, একমাত্র কামনা।
যে আদর্শ নিয়ে জাতির পিতা দেশ স্বাধীন করেছিলেন সেই আদর্শ তিনি বাস্তবায়ন করতে চান উল্লেখ করে বঙ্গবন্ধু কন্যা বলেন, আগামী ২০২০ সালে জাতির পিতার জন্ম শতবার্ষিকী এবং ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী আমরা সাড়ম্বরে পালন করবো।
তিনি বলেন, বাঙালি জাতির এই দুই মাহেন্দ্রক্ষণ সামনে রেখে মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী বাংলাদেশ আওয়ামী লীগই পারবে দেশকে সামনের দিকে এগিয়ে দিতে, পারবে সমৃদ্ধির পথে এগিয়ে যেতে।
কোরআন-সুন্নাহবিরোধী কোনও আইন করা হবে না বলে প্রতিশ্রæতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‘স্বাধীনতাবিরোধী কোন শক্তি এ সময় রাষ্ট্র ক্ষমতায় থাকলে তা হবে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের জন্য গøাানিকর’ উল্লেখ করে তিনি বলেন, দেশবাসীর কাছে আমার আকুল-আবেদন আগামী ৩০ তারিখে নৌকা মার্কায় ভোট দিয়ে আবার আওয়ামী লীগকে বিজয়ী করুন। আপনারা নৌকায় ভোটটি দিন। আমরা আপনাদের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জন করে দেব।



 

Show all comments
  • Kawsar Raiyan ১৯ ডিসেম্বর, ২০১৮, ১২:৫১ এএম says : 1
    এইটা তরুন বান্ধন ইশতেহার ? হাইস্যকর
    Total Reply(0) Reply
  • Rahel Ahmed Raj ১৯ ডিসেম্বর, ২০১৮, ১২:৫১ এএম says : 2
    কোটা সংস্কার আন্দোলনে হাতুড়ি বাহিনীর তান্ডবের বিচার হবে কি?
    Total Reply(0) Reply
  • Nur Islam ১৯ ডিসেম্বর, ২০১৮, ১২:৫২ এএম says : 2
    দেখাবে তাজা খাসি কিন্তু খাওয়াবে আলু ভর্তা আর সাদা ভাত।
    Total Reply(0) Reply
  • Riaj Khan Bijoy ১৯ ডিসেম্বর, ২০১৮, ১২:৫২ এএম says : 2
    এদের কথা আর কাজের মিল নাই। এরা কি করবে বর্তমান অবস্থা থেকে জানা যায়।
    Total Reply(0) Reply
  • বাদল খান সান্ত ১৯ ডিসেম্বর, ২০১৮, ১২:৫৩ এএম says : 2
    দেখুন কি কি কথা ছিল? আর কি কি কাজ হয়েছে : কথা ছিল- সিম বায়োমেট্রিক করলে দেশের সব সন্ত্রাস খুন রাহাজানি ধর্ষণ বন্ধ হয়ে যাবে। আমরা বাধ্য হয়ে ইচ্ছায় অনিচ্ছায় টাকা দিয়া হাজার হাজার মানুষ লাইনে দাঁড়াইয়া বায়োমেট্রিক করলাম। নাহ, সন্ত্রাস কমলো না। বরং বাইড়া গেলো। কথা ছিল- স্যাটালাইট আকাশে উড়লে কমমূল্যে সারারাত জরিনার সাথে কথা বলতে পারমু কিন্তু স্যাটালাইট উড়লো ঠিকই কিন্তু আমাগো কপাল পুড়লো, কলরেট গেলো বেড়ে। কথা ছিল- ১০ টাকা কেজি চাল খাওয়াবে। এখন চালের কেজি ৬০ টাকা!! কথা ছিল- ঘড়ে ঘড়ে চাকরি দিবে। এখন ঘরে ঘরে লাশ দেয়!! কথা ছিল- ইন্ডিয়ারে ট্রানজিট দিলে দেশ সিংগাপুর হয়ে যাবে। ১৯২ টাকার বিনিময়ে বাংলাদেশের বুক চিড়ে ট্রানজিট দেওয়া হইলো। দেশ তো সিংগাপুর হইলোই না, উলটা দেখতেছি উগান্ডা হইতেছে। এখন আবার শুনতাছি, সুন্দরবন কাটলে, ইন্ডিয়ারে রামপাল দিলে দেশ সুইজারল্যান্ড হইবো। কথা ছিল- ঘরে ঘরে চাকরি দিবেন। আবার পুকুরভরা মাছ পাবো, গোলাভরা ধান পাবো। আর আজ....আজ, চাকরি খুঁজতে গিয়ে ভূমধ্যসাগরের বুকে মরে ভেসে বেড়ায় এদেশীয় যুবকেরা। কথা ছিল- যুদ্ধাপরাধীদের মারলেই দেশে শান্তি আসবে। সোফায় বসে দুধ কলা খাবো, মারা হইলো।নাহ, দুধ কলা তো দূরে থাক ডাইল দিয়াও খাইতে পারতেছি না। কথা ছিল- ১০ টাকা কেজিতে চাল খাওয়াবে, আশায় ছিলাম কিছু না হোক পেট ভরে তো অন্তত তিন বেলা ভাত খেতে পারবো,এখন চালের পরিবর্তে ১০ টাকায় চা খাচ্ছি। কথা ছিল- জাতীয় পরিচয় পত্রের কল্যানে নিজের ভোট'টা নিজে দিতে পারবো মানুষ, যেদিন পরিচয় পত্র পাই জনগণ এরপর থেইক্কা ভোট বিহীন এমপি হয়,মন্ত্রী হয়,আমাদের ভোটের প্রয়োজনই নেই। জাতীয় পরিচয় পত্র ওটা এখন যাদুঘরে স্মার্ট কার্ডের আশায় দিন গুনে। আসলে পরিবর্তন দরকার,,, আর কত..... এই সরকারের সফলতাঃ ১। আদালতে আইন নাই ২। নির্বাচনে ভোট নাই ৩। ব্যাংকে টাকা নাই ৪। পুলিশে নিরাপত্তা নাই ৫। সেনাবাহিনীতে দেশপ্রেম নাই ৬। আ"লীগে মানবতা নাই ৭। কথা বলার অধিকার নাই ৮। সংবাদ মাধ্যমের স্বাধীনতা নাই ৯। বিরোধীমতের জায়গা নাই ১০। মন্ত্রীদের লজ্জা নাই ১১। জনগণের মালিকানা নাই ১২। সুশাসনের ঠাঁয় নাই ১৩। পরীক্ষার আগেই প্রশ্ন নাই ১৪। সোনার ভোল্টে সোনা নাই ১৫। বিদ্যুৎকেন্দ্রে কয়লা নাই ১৬। মানীলোকের সম্মান নাই ১৭। প্রধান বিচারপতির চেয়ার নাই ১৮। ভোট ডাকাতির বিচার নাই ১৯। ইয়াবা বদির সাঁজা নাই ২০। নারীদের ইজ্জত নাই ২১। ছাত্রদের নিরাপত্তা নাই ২২। জীবনের দাম নাই ২৩। বেকারদের কর্মসংস্থান নাই ২৪। আইনের প্রয়োগ নাই ২৫। গণতন্ত্রের চিহ্ন নাই। (ইত্যাদি) নৌকা থেকে মুক্তি চাই
    Total Reply(1) Reply
    • mohammad hossain ১৯ ডিসেম্বর, ২০১৮, ৫:০৮ এএম says : 4
      this write is truth 100%
  • Abu Rayhan ১৯ ডিসেম্বর, ২০১৮, ১২:৫৪ এএম says : 2
    এদের কথার সাথে কাজের মিল ১০ বছরে খুজে পাই নি। কিয়ামত পর্যন্তও খুজে পাওয়া যাবে না। ওরা শুধু আশা দিয়ে ছাত্রদের সামনে কলা ঝুলে রাখবে
    Total Reply(0) Reply
  • বিষাদ সিন্ধু ১৯ ডিসেম্বর, ২০১৮, ১২:৫৪ এএম says : 2
    ইশতেহারের সবগুলাই কাল্পনিক কথার। দশ বছরের শাসনে নিজেরাই যেইগুলা ভঙ্গ করেছে
    Total Reply(0) Reply
  • Samsul Alam ১৯ ডিসেম্বর, ২০১৮, ১২:৫৫ এএম says : 2
    সাপকে বিশ্বাস কর, আওয়ামী নামক মুনাফিক দেরকে নয়!!
    Total Reply(0) Reply
  • Tuhin Sharker ১৯ ডিসেম্বর, ২০১৮, ১২:৫৫ এএম says : 2
    ঘরে ঘরে চাকরি আর ১০ টাকা কেজি চাউল, এইটা বাস্তবায়ন হইছে নি
    Total Reply(0) Reply
  • Farhan Istiak ১৯ ডিসেম্বর, ২০১৮, ১২:৫৬ এএম says : 2
    The worst manifestation..ami leage cilam.bt r konodin league k vote dibo na
    Total Reply(0) Reply
  • Foaiz Ullah ১৯ ডিসেম্বর, ২০১৮, ১২:৫৬ এএম says : 2
    নিরাপদ সড়ক দিবে। আবার শাহজাহান কে মন্ত্রী হিসাবে রাখবে এটা হাস্যকর, হাস্যকর।
    Total Reply(0) Reply
  • Washim Khan Mukto ১৯ ডিসেম্বর, ২০১৮, ১২:৫৭ এএম says : 2
    গতবার আওয়ামীলীগ বিনামূল্যে সারাদেশে যে সার বিতরণ করেছে তাতে বেকারের বাম্পার ফলন হয়েছে।দেশে এখন ৪ কোটি ৮০ লাখ বেকার।
    Total Reply(0) Reply
  • Sajid Eamin ১৯ ডিসেম্বর, ২০১৮, ১২:৫৮ এএম says : 2
    গত নির্বাচনের আগেও ১০ টাকা কেজি চাল খাওয়ানোর, ঘরে ঘরে চাকরি দেওয়ার কথা দিয়েছিলেন। নির্বাচনের আগে নেতারা এসব বলেই থাকে। এবারও জনগন চাইছে তাই নেতারা বলছে। বললেই যদি ভোট পাওয়া যায় তাহলে বলতে তো সমস্যা নাই, কি বলেন সবাই?
    Total Reply(0) Reply
  • Md Golam Rabbani ১৯ ডিসেম্বর, ২০১৮, ১২:৫৮ এএম says : 2
    ঐক্যফ্রন্টের ইশতেহার পড়তে ৩০ মিনিট লেগেছে। আর আওমীলীগ এর ইশতেহার পড়তে ২ মিনিট লেগেছে। তাহলে বুজতে পারলাম সকল নিয়ম কানুন ২ মিনিট এর জন্যেই হবে।
    Total Reply(0) Reply
  • Lahin Rahman ১৯ ডিসেম্বর, ২০১৮, ১২:৫৮ এএম says : 2
    Share market ki Bangladesh a takbe na ses hoye jabe awamileague abar asle??
    Total Reply(0) Reply
  • রকিব আহম্মদ ১৯ ডিসেম্বর, ২০১৮, ১:০০ এএম says : 2
    আ.লীগের নির্বাচনী ইশতেহার দেখলাম। আগামী ৫ বছরে তারা দেশের জন্য অনেক কিছুই করবে। তাহলে গত ১০ বছরে কি ... ফালাইছে। যত্ত সব ভন্ডামী।
    Total Reply(0) Reply
  • Jenat Mohal Mishor ১৯ ডিসেম্বর, ২০১৮, ১:০০ এএম says : 2
    ২/৪টা মিথ্যা বললে মুনাফিক, হাজার হাজার মিথ্যা বললে আওয়ামিলীগ। ইশতেহারে যা শুনবেন, বাস্তবে তার বিপরিতটা পাবেন। পরীক্ষিত।।
    Total Reply(0) Reply
  • Zaid Al Hasan ১৯ ডিসেম্বর, ২০১৮, ১:০১ এএম says : 2
    গুম,খুন,হত্যা,ধর্ষণ, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, হিংসাত্মক হামলা, মিথ্যা মামলা এগুলো বন্ধের কোনো ইশতেহার দিয়েছে !?? তাহলে জাতি নিরাপদে নির্বিঘ্নে চলবে কিভাবে!? এগুলো তো একটি দেশ ও জাতির উন্নয়নের অন্তরায়।
    Total Reply(0) Reply
  • Mahadi Hasan ১৯ ডিসেম্বর, ২০১৮, ১:০২ এএম says : 2
    কোটা সংস্কার চাইলে বলেন এরা রাজাকারের সন্তান আবার রাজাকারের সন্তানদের কাছে ভোটও চাইবেন লজ্জা শরম কোথায় আপনাদের??? নিরাপদ সড়ক আন্দোলনে কোথায় ছিলেন??
    Total Reply(0) Reply
  • Reaz Uddin Chowdhury ১৯ ডিসেম্বর, ২০১৮, ১:০২ এএম says : 1
    Unnoin ogrojatra obahoto rakte sadinota pokke dol unnoin er dol awemilig k 30 December nouka markai vote din.
    Total Reply(0) Reply
  • Abdur Rahman Rahman ১৯ ডিসেম্বর, ২০১৮, ১:০৩ এএম says : 2
    পাগলের প্রলাপ মাত্র। গত দশ বৎসর দেশটা লুটেপুটে খেয়ে ফেলছে। এখন যে ইশতেহার এটাও তো তেমন কোনো আশার আলো নাই। যা আছে আওয়ামী হাতুড়ি লীগের লুটপাট করার সুবিধা। গুম খুনের ধর্ষণের কোনো কথা নাই কেন?
    Total Reply(0) Reply
  • Nazrul Islam ১৯ ডিসেম্বর, ২০১৮, ১:০৪ এএম says : 2
    হাসিনা নিরবাচনী যে ইসতেহার ঘোসনা করেছে এইগুলা সব ভুয়া।এইগুলা নিরবাচনের পরে থাকবে না।গতো নিরবাচনে বলেছিল ঘরে ঘরে চাকরি দিবে আমরা কি দেখলাম ঘরে ঘরে মানুষের লাশ আর গুম খুন এইগুলা ছাড়া বাংলার মানুষ আর কিছু পায়নাই।
    Total Reply(0) Reply
  • Taaniyaa Rahman ১৯ ডিসেম্বর, ২০১৮, ১:১৯ এএম says : 2
    আবারো মুলা। ইশতেহারে কোথাও দূর্নীতিবাজদের বিরুদ্ধে কি এ্যাকশন নেওয়া হবে সেটা নেই। সেই পুরানো ভাঙ্গা রেকর্ড বাজানো হল। শিক্ষাখাতকে যারা পঙ্গু করে দিয়েছে, যারা দেশে অর্থনৈতিক বৈষম্য তৈরী করেছে তাদের বিরুদ্ধে কি করা হবে তা নেই। 10 টাকা কেজি চাউল ভবিষ্যতে কত টাকা খাব এটাও নাই। মোট কথা হলো জগাখিচুরি মার্কা মিথ্যায় ভরা ইশতেহার, এটা ইশতেহার নয় বরং বাঁশ। এদেরকে বয়কট করা উচিত।
    Total Reply(0) Reply
  • আমিন মুন্সি ১৯ ডিসেম্বর, ২০১৮, ১:১৯ এএম says : 2
    Please pardon us. 10 years is enough time, you were in power. Now please take a break. Please don't act and don't want to come back this time. We are begging pardon to you. May Allah almighty bless you. Take care of your health.
    Total Reply(0) Reply
  • Mohammed Shah Alam Khan ১৯ ডিসেম্বর, ২০১৮, ১:২০ এএম says : 2
    ২০০৮ সালে বলেছিলেন ১০ টাকা কেজিতে চাল দিবেন! ২০১৪ সালে বলেছিলেন ঘরে ঘরে চাকুরী দিবেন! এবার বলছেন গ্রামকে শহর বানাবেন! আসলে সবই মিথ্যার ফুলঝুরি!
    Total Reply(0) Reply
  • Hasan Ahmed ১৯ ডিসেম্বর, ২০১৮, ১:২১ এএম says : 1
    নিরাপদ সড়কের দাবীতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলাও কি ক্ষমা সুন্দর দৃস্টি দেখতে হবে?
    Total Reply(0) Reply
  • Amdad ১৯ ডিসেম্বর, ২০১৮, ১:২১ এএম says : 2
    এত দিন ক্ষমতার দাপটে জনগণের চাওয়া পাওয়া, কান্না বেদনা দেখার সময় না পান নি, দলের নেতা কর্মীদের তান্ডবে আমরা বার বার রিক্ত নিঃস্ব হয়েছি, বিচার আইন আদালত পুলিশ সবাই আপনার গোলাম হয়ে আমাদের নিয়ে তামাশা করেছে ! এখন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ কেন করেন ? আমার ভাইটিকে ডিবি তুলে নিয়ে গুম করে, লাশটি ও বলেনি কোথায় লুকিয়ে রেখেছে? এখন ক্ষমা কিভাবে আপনাকে করি? আমাদের ও চাওয়া পাওয়ার কিছু নেই আপনার কাছে, আমরা ও বাঁচতে চেয়েছিলাম নিজ দেশে সব ভাই বোন মিলেমিশে, আপনি আপনার পোষ্য বাহিনী সেটা করতে দেয় নি, উল্টো ভেঙে বিপর্যস্ত করেছে একটি চলমান পরিবার কে! আমি আমরা আপনাকে ভোট দেওয়া দুরের কথা ক্ষমা কি ভাবে করতে পারি ? আপনি কি আপনার বাবা ভাই হত্যাকারীকে ক্ষমা করতে পেরেছিলেন ??
    Total Reply(0) Reply
  • আন্দালিব ১৯ ডিসেম্বর, ২০১৮, ১:২১ এএম says : 2
    আরও ৫ বছর আপনারা ক্ষমতায় থাকলে দেশের সাথে সাথে জনগণও আপনাদের উন্নয়নের জোয়ারের স্রোতে ভেসে ভেসে বঙ্গোপসাগরে চলে যাবে।
    Total Reply(0) Reply
  • Sultan Mahmud ১৯ ডিসেম্বর, ২০১৮, ১:২২ এএম says : 1
    উন্নয়নের ইশতিহার। ইনশাল্লাহ নেত্রী কে নৌকা মার্কায় ভোট দিয়ে আমরা এই ইশতিহার বাস্তবায়নে সহায়তা করবো।জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
    Total Reply(0) Reply
  • নাম প্রকাশে অনিচ্ছুক ১৯ ডিসেম্বর, ২০১৮, ১:২২ এএম says : 0
    বিএনপি উদার নয়; কিন্তু শেখ হাসিনার উদারতাকে দূর্বলতা ভাবার কোন সুযোগ নাই। দেশের শান্তি ও স্থিতিশীলতা রক্ষার্থে প্রয়োজনে তিনি 'ডান্ডা মেরা ঠান্ডা' করতেও দক্ষ।
    Total Reply(0) Reply
  • Md. Moshfiqul Alam ১৯ ডিসেম্বর, ২০১৮, ১:২৩ এএম says : 1
    যে প্রধানমন্ত্রী জনগণের কাছে ক্ষমা চাইতে পারেন এবং অতীত ভূল সংশোধন করে অর্থাৎ অতীত থেকে শিক্ষা নিয়ে দেশ পরিচালনার প্রতিশ্রুতি দেন, সেই প্রধানমন্ত্রীকে আবারও সুযোগ দেয়া উচিত। জয় হোক গরীব, দুখী ও পরীশ্রমী মানুষের, জয় হোক মানবতার।
    Total Reply(0) Reply
  • Masud Karim ১৯ ডিসেম্বর, ২০১৮, ১:২৪ এএম says : 2
    ব্যাংক লুট, লক্ষ-কোটি টাকা পাচার, দেশ ব্যাপি বিভেদ আর রাষ্টীয় মদদে গুম-খুন এগুলোও কি ভুল-ত্রুটি...? যদি তাই হয় তবে ক্ষমা করতে পারছি না বলে দুঃখিত...!!
    Total Reply(0) Reply
  • নাম প্রকাশে অনিচ্ছুক ১৯ ডিসেম্বর, ২০১৮, ১:২৪ এএম says : 1
    সরকারী প্রতিষ্ঠাব গুলোর অয়েব পেজ অকেজো ডিজিটাল লিং গুলো কাজ করে না। বাংলাদেশ ব্যাংক হতে ইলেকট্রিক সঞ্চয়পত্র ক্রয় করা যায় অথচ ব্যাংক গুলোর সাথে অনলাইন সিষ্টেম করা হচ্ছে না ( ইলেকট্রিক সঞ্চয়)। ব্যবস্থা নিন। ডিজিটালাইজেশন প্রায়োগিক ভাবে বাস্তবায়ন করুন। মুখে নয়।
    Total Reply(0) Reply
  • AQPalash ১৯ ডিসেম্বর, ২০১৮, ১:২৫ এএম says : 2
    We have seen development and looting public money during your tenure. But We are afraid to make comment on your speech, now. We are living in a police state and fearing environment. we are not sure we will able to give our Vote and that reflect in the results.
    Total Reply(0) Reply
  • আমিন মুন্সি ১৯ ডিসেম্বর, ২০১৮, ১:২৮ এএম says : 1
    দেশের উন্নয়নে শেখ হাসিনার আন্তরিকতার কোন অভাব নেই। উনার বড় ব্যর্থতা হচ্ছে নিজ দলের দুর্নীতিবাজ, রাষ্ট্রীয় সম্পদ লুটেরাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারা।
    Total Reply(0) Reply
  • করিম ১৯ ডিসেম্বর, ২০১৮, ১:৫১ এএম says : 1
    ২২৫০৩ কোটি টাকা দুরনিতী হযেছে আপনার আমলে আর ২ কোটি টাকার জন্য খালাদা জিযা জেল খাটছে কেমন বিচার আমাদের দেশে
    Total Reply(0) Reply
  • Mohammed Shah Alam Khan ১৯ ডিসেম্বর, ২০১৮, ৭:২১ এএম says : 1
    প্রধানমন্ত্রী কওমি জননী এখানে যা বলেছেন সত্য বলেছেন এটা মানতে হবে। দেশের উন্নয়ন না হলে বিশ্ব দরবারে বাংলাদেশ তৃতীয় বিশ্ব থেকে কিভাবে উন্নয়নশীল দেশ হিসাবে চিহ্নিত হয়েছে?? মানবতার সর্বউচ্চ নিদর্শন দিয়েছেন রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে এটা দেশের জন্যে কতবড় ঝুকি নিয়ে করেছেন সেটা আমাদের ভাবা উচিৎ নয় কি?? দেশের চাকুরিজীবিদেরকে যেভাবে বেতন বৃদ্ধি করে চালিয়ে যাচ্ছে সেটা কি ভাবার বিষয় নয়?? বিশ্ব ব্যাংকের সাথে চ্যালেঞ্জ করে নিজের টাকায় পদ্মা সেতু করাটা কি ভাবার বিষয় নয়?? বৈদেশীক মুদ্রার পাহাড় গড়াটা কি ভাবার বিষয় নয়?? অর্থনীতিতে উন্নয়ন করাটা কি ভাবার বিষয় নয়?? .....................আল্লাহ্‌ আমাদের সবাইকে সত্য কথা বলা, সত্য কথা বুঝার ও সত্য পথে চলার ক্ষমতা দান করুন। আমিন
    Total Reply(0) Reply
  • Wahidi ১৯ ডিসেম্বর, ২০১৮, ১১:২৫ এএম says : 2
    Awami lig during 10 years looted Banks Moneys, share market, Bangladeshi reserve, and about all wealth of Bangladesh, If they win this time they will eat all water of Bangladesh because they already looted all thing now only water remain. So every Muslims has to think when he will vote. because he will be asked on the day of Qiyamah about this. Muslim must not vote ...... If they vote .....
    Total Reply(1) Reply
    • Mohammed Shah Alam Khan ১৯ ডিসেম্বর, ২০১৮, ৮:৫৭ পিএম says : 4
      You are right Mr. Wahidi, a Muslim should not vote wrong person because if he pass all his sin will be carried by voters. According to this point do you think other then AL (Awami League) all parties like Jamat, BNP and others are not wrong??? I know all the MP doing wrong and earning money wrong way, some are limited and some are unlimited it is proved. So if you are a real Muslim like me then what to do?? In 2008 I vote for 'no'. In 2014 I was absent from vote I left the country earlier the vote because of affrading (burning and terrorism was going on all over the country). This time also I left Bangladesh on December 01 for my treatment and I have few appointments with doctors and it will continue till end of January. So I am not voting this time also.If my position like you than what I could do... I must go for vote and I will put cross for all so my vote is distorted. It is because I know these all candidate expend huge money for election or disqualified to be a MP, and after wine they will get back their money with big interest from wrong way so I don't want to get blame for that. So, I would like to request you not to bring law of Allah only for one party. Allah's law is for all. That is why it is also sin to blame that you don't like and not to blame whom you like. Do you think when you vote for BNP in 1991, 2001 and other time Allah will not ask you any question for their miss ruled and miss used of money?? I would like to request you not use Islam in wrong way. Thank you in advance for understanding

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অঙ্গীকার

২০ ডিসেম্বর, ২০১৮

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ