বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
‘আধিয়ার’ খ্যাত চলচিত্র নির্মাতা সাইদুল আনাম টুটুল আর নেই। গতকাল ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত ১৫ ডিসেম্বর মধ্যরাতে হৃদরোগে আক্রান্ত হন সাইদুল আনাম টুটুল। এরপর তাকে দ্রুত ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়। সেখানে করোনারি কেয়ার ইউনিটে সিসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয় গুণী এই নির্মাতাকে। সেখানেই তিনি ইন্তেকাল করেন।
২০১৭-১৮ অর্থবছরে সরকারি অনুদানে ‘কালবেলা’ ছবির নির্মাণকাজ নিয়ে সম্প্রতি ব্যস্ত ছিলেন সাইদুল আনাম টুটুল। এর মাধ্যমে দীর্ঘ ১৫ বছর পর পরিচালনায় ফিরেছেন ‘আধিয়ার’-খ্যাত এই নির্মাতা। ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘আধিয়ার’ দেশের চলচিত্রাঙ্গণে ব্যাপক সাড়া ফেলেছিল। আধিকারও ছিল সরকারি অনুদানে নির্মিত ছবি।
১৯৭৯ সালে ‘সূর্যদীঘল বাড়ী’ চলচ্চিত্রে কাজ করে শেষ্ঠ চিত্র সম্পাদক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান সাইদুল আনাম টুটুল। ‘ঘুড্ডি’, ‘দহন’, ‘দীপু নাম্বার টু’ ও ‘দুখাই’র মতো বিখ্যাত সব চলচ্চিত্রে কাজ করেছেন এই নির্মাতা। ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এসএ হক অলিক জানান, সাইদুল আনাম টুটুলের হৃদযন্ত্রের সমস্যা ছাড়াও ফুসফুসে পানি জমেছিল। এছাড়া রক্তচাপটা নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। চিকিৎসকরা মঙ্গলবার বেলা সাড়ে তিনটায় তার মৃত্যুর খবর নিশ্চিত করেন। তার জানাজা ও দাফনের বিষয়টি পরিবারের সঙ্গে কথা বলে ঠিক করা হবে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।