Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেইজিং একদলীয় ব্যবস্থা থেকে সরবে না : জিনপিং

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

অর্থনৈতিক উন্নয়নের পথে চীন কারও নির্দেশে চলবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। মঙ্গলবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে দেশটির কমিউনিস্ট পার্টির ঐতিহাসিক ‘সংস্কার ও অর্থনৈতিক উদারীকরণ’ নীতির ৪০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। শি জিনপিং বলেন, আমি অর্থনৈতিক সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ এবং এটাও বলতে চাই যে অন্য কোনও দেশের নির্দেশ মেনে নিয়ে বেইজিং তার এক দলীয় ব্যবস্থা থেকে দূরে সরবে না। সমাজতন্ত্রের সবচেয়ে বড় ব্যানারটি মাথা তুলে দাঁড়িয়ে থাকবে চীনের মাটিতে। তিনি বলেন, যেটার পরিবর্তন হওয়া উচিত এবং করা যাবে, সেটার সংস্কার করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। একইভাবে যেটার সংস্কার হওয়া উচিত নয় এবং করা যাবে না, সেটার সংস্কার না করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বলেন, চীনাদের বৈশিষ্ট্যগুলোর সঙ্গে সমাজতন্ত্রের ভবিষ্যৎ এবং এগুলোর সঙ্গে সমাজতান্ত্রিক ব্যবস্থার সর্বোচ্চ সুবিধা নিশ্চিতের জন্য এই দেশে কমিউনিস্ট পার্টির নেতৃত্ব সবচেয়ে অপরিহার্য। চীনা জনগণকে পথনির্দেশ করার মতো অবস্থানে নেই কেউ। এসময় তিনি আরও সংস্কারের প্রতিশ্রুতি দেন কিন্তু সেগুলো কী তা নির্দিষ্ট করে বলেননি। এই অনুষ্ঠানে চীনের অন্যতম ধনী ব্যক্তি ও ই-কমার্স কোম্পানি আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা এবং বাস্কেটবল প্লেয়ার ইয়াও মিংসহ দেশটির দারিদ্র্য দূরীকরণ ও গ্রামীণ সংস্কারে ভূমিকা রাখা ১০০ জনকে মেডেল প্রদান করা হয়। তাদেরকে দেশটি উন্নয়নে মুখ্য ভূমিকা পালনকারী হিসেবে স্বীকৃতি দেয়া হয়। বিবিসি, ফিনান্সিয়াল টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: একদলীয় ব্যবস্থা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ