Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

দু’হাজার উনিশ বিজেপি ফিনিশ

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ১৯ জানুয়ারির ব্রিগেড সমাবেশের তাৎপর্য ব্যাখ্যা করে বলেন, “এবারের ব্রিগেড সমাবেশে দেশের সমস্ত অ-বিজেপি দলের নেতৃত্বের উপস্থিত থাকার কথা রয়েছে। সকলকে সঙ্গে নিয়েই নেত্রী দেশ থেকে বিজেপিকে উৎখাত করার ডাক দিয়েছেন। তাই তো আমাদের সেøাগান, ‘দুহাজার উনিশ, বিজেপি ফিনিশ’।” বিজেপির রথের সঙ্গে রামচন্দ্র-শ্রীকৃষ্ণের রথের তুলনা করে অভিষেক বলেন, “আমরা জগন্নাথের রথ শুনেছি, শ্রীকৃষ্ণের রথ শুনেছি, শ্রীরামচন্দ্রের রথ শুনেছি, সেই রথে দেবদেবীরা থাকতেন। আর এ কেমন রথ, যেখানে বিলাসবহুল বাসে আমোদ-প্রমোদ, খাওয়া-দাওয়া, ফুর্তি, মলমূত্র ত্যাগ, সব কিছুরই ব্যবস্থা রয়েছে?” সোমবার গোয়ালতোড়ে তৃণমূল ও যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ‘ব্রিগেড চলোর’ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অভিষেক। তিনি বলেন, “এই রথে চড়ে বিজেপি বাংলাকে অশান্ত করতে চাইছে, ভারতকে টুকরো টুকরো করতে চাইছে, আমাদের এ বিষয়ে সতর্ক থাকতে হবে।” ইন্ডিয়ান এক্সপ্রেস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিজেপি ফিনিশ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ