মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ১৯ জানুয়ারির ব্রিগেড সমাবেশের তাৎপর্য ব্যাখ্যা করে বলেন, “এবারের ব্রিগেড সমাবেশে দেশের সমস্ত অ-বিজেপি দলের নেতৃত্বের উপস্থিত থাকার কথা রয়েছে। সকলকে সঙ্গে নিয়েই নেত্রী দেশ থেকে বিজেপিকে উৎখাত করার ডাক দিয়েছেন। তাই তো আমাদের সেøাগান, ‘দুহাজার উনিশ, বিজেপি ফিনিশ’।” বিজেপির রথের সঙ্গে রামচন্দ্র-শ্রীকৃষ্ণের রথের তুলনা করে অভিষেক বলেন, “আমরা জগন্নাথের রথ শুনেছি, শ্রীকৃষ্ণের রথ শুনেছি, শ্রীরামচন্দ্রের রথ শুনেছি, সেই রথে দেবদেবীরা থাকতেন। আর এ কেমন রথ, যেখানে বিলাসবহুল বাসে আমোদ-প্রমোদ, খাওয়া-দাওয়া, ফুর্তি, মলমূত্র ত্যাগ, সব কিছুরই ব্যবস্থা রয়েছে?” সোমবার গোয়ালতোড়ে তৃণমূল ও যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ‘ব্রিগেড চলোর’ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অভিষেক। তিনি বলেন, “এই রথে চড়ে বিজেপি বাংলাকে অশান্ত করতে চাইছে, ভারতকে টুকরো টুকরো করতে চাইছে, আমাদের এ বিষয়ে সতর্ক থাকতে হবে।” ইন্ডিয়ান এক্সপ্রেস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।