Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্পকে মিথ্যাবাদী বললেন কোমি

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মিথ্যাবাদী বললেন দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের সাবেক পরিচালক জেমস কোমি। সোমবার তিনি অভিযোগ করেন, ট্রাম্প এফবিআই নিয়ে মিথ্যা বলে আইনের অসম্মান করছেন। ২০১৭ সালের জানুয়ারিতে এফবিআই পরিচালক হিসেবে দায়িত্ব নেন জেমস কোমি। কিন্তু ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের তদন্ত চলাকালে হঠাৎ করেই ২০১৭ সালের ৯ মে জেমস কোমিকে এফবিআই প্রধানের পদ থেকে অপসারণ করেন ট্রাম্প। নিজের অপসারিত হওয়ার ঘটনায় ট্রাম্পের রুশ সংযোগকেই দায়ী করেছিলেন তিনি। সাবেক প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটনেরও অভিযোগ, কোমির কার্যক্রমের কারণেই তাকে ট্রাম্পের কাছে হারতে হয়েছিল। ভিওএ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্প মিথ্যাবাদী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ