Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈদের ম্যাগাজিন অনুষ্ঠান ধন্যবাদ

প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : এটিএন বাংলায় ঈদের পরদিন রাত ১১টা ৫০ মিনিটে প্রচার হবে ঈদের বিশেষ ম্যাগাজিন ‘ধন্যবাদ’। ৭টি সেগমেন্ট দিয়ে সাজানো হয়েছে এবারের ‘ধন্যবাদ’। জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপা তার নতুন একটি গান নিয়ে হাজির হয়েছেন অনুষ্ঠানটিতে। স্টুডিও আলাপচারিতার পাশাপাশি অনুষ্ঠানটিতে রয়েছে তার নতুন এই গানের মিউজিক ভিডিও। রয়েছে ফ্যাশন শো। মডেল টুম্পার নেতৃত্বে ফ্যাশন শোতে অংশগ্রহণ করেছেন ইমা, মাইশা, মৌসুুমী, দ্বীপা প্রমুখ। দেশের জনপ্রিয় নৃত্যশিল্পী সোহেল ও রথি কুরবানী, কুরবানী গানের সাথে নৃত্য পরিবেশন করবেন। প্রেম ছিল, প্রেম আছে, প্রেম থাকবে। বিভিন্ন সময়ে প্রেমের অবস্থা কেমন ছিল অনুষ্ঠানটিতে তা তুলে ধরা হয়েছে গানের মাধ্যমে। নাই টেলিফোন নাইরে পিয়ন, আয়নাতে ঐ মুখ দেখবে যখন গানের সংমিশ্রণ নিয়ে তৈরি হয়েছে রোমান্টিক ভিডিও। ভিডিওটিতে মডেল হিসেবে অংশগ্রহণ করেছেন নায়ক শিপন এবং র‌্যাম্প মডেল ও অভিনেত্রী হীরা। রয়েছে শাওন মজুমদার ও সুমন পাটওয়ারীর অংশগ্রহণে কৌতুক পরিবেশন। যে রাঁধে সে চুলও বাঁধে, কথাটি আবারও প্রমাণ করেছেন বানথাই এর কর্ণধার কাজী কামরুল। ধন্যবাদ অনুষ্ঠানে তিনি রান্নার পাশাপাশি চুলও বেঁধে দেখিয়েছেন। এসব আয়োজনের পাশাপাশি আরও রয়েছে বিপ্লব সাহা ও কণার অংশগ্রহণে এই মধু চাঁদ, এই জোসনা গানের পারিবেশনা। মৌটুসী ও ফুয়াদ-এর উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন নাহিদ রহমান ও লবী রহমান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঈদের ম্যাগাজিন অনুষ্ঠান ধন্যবাদ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ