গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
নির্বাচনী গণসংযোগে অংশ নেওয়া দলের নেতাকর্মীদের ছবি পুলিশ তুলে রাখছে বলে অভিযোগ করেছেন ঢাকা-১১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শামীম আরা বেগম।
জাতীয়তাবাদী মহিলা দলের অর্ধশতাধিক নেতাকর্মী ও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের নিয়ে গত সোমবার ৯৭ নম্বর ওয়ার্ড, বাড্ডা লিংক রোড, শিমুলতলা মোড়সহ আশপাশের এলাকায় গণসংযোগ করেন শামীম আরা বেগম।
এ সময় বিভিন্ন স্থানে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা প্রচার-প্রচারণায় বাধা দিচ্ছেন বলে অভিযোগ করেন বিএনপির এ প্রার্থী।
শামীম আরা বলেন, নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না। আমাদের গণসংযোগে অংশ নেওয়া নেতাকর্মীদের ছবি তুলে নিচ্ছে পুলিশ। এই ছবি দেখে দেখে পরে ওইসব নেতাকর্মীদেরকে হুমকি দেওয়া হচ্ছে। নির্বাচনী কাজে বের না হতেও হুমকি দেওয়া হচ্ছে নেতাকর্মীদের। শামীম আরা বলেন, হুমকি দিয়ে জাতীয়তাবাদী শক্তিকে থামিয়ে রাখা যাবে না। জনগণ ধানের শীষ প্রতীকের পক্ষ রয়েছেন। ৩০ ডিসেম্বর ভোট দিয়ে তারা ধানের শীষকে বিজয়ী করবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।