Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরকার ছোটখাটো কাজ করে যুগ পার করেছে পথসভায় খন্দকার মুক্তাদির

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম


সিলেট-১ আসনে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সিলেট সদর উপজেলা প্রায় এক যুগ ধরে উন্নয়ন বঞ্চিত। সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম. সাইফুর রহমানের আমলে সিলেট সদর উপজেলায় যে অবকাঠামোগত উন্নয়নের জোরালো কার্যক্রম শুরু হয়েছিল, বিগত সরকারের আমলে তা পুরোপুরি বন্ধ হয়ে যায়। শুধুমাত্র রাস্তা মেরামতের মত ছোটখাটো কাজ করে গত ১০ বছর পার করেছে সরকার। সিলেট জেলা প্রাণকেন্দ্র হলেও সিলেট সদর উপজেলার উন্নয়নে বড় কোন প্রকল্প গত ১০ বছরে গ্রহণ করা হয়নি। ইনশাআল্লাহ, আগামীতে বিএনপি তথা জাতীয় ঐক্যফ্রন্টের সরকার গঠিত হলে সিলেট সদর উপজেলার উন্নয়নে বিশেষ প্রকল্প গ্রহণ করা হবে। তিনি রোববার রাতে সদর উপজেলার হাটখোলা ইউনিয়নের শিবেরবাজারে ও খাদিমনগর ইউনিয়নের সাহেবের বাজারে পৃথক পথসভায় এসব কথা বলেন।
অসংখ্য জনতার উপস্থিতিতে পৃথক এই জনসভা দুটিতে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বৃহত্তর সদর উপজেলায় আমার জন্ম। আমার পিতাও এই জনপদের মানুষের নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন। এই উপজেলার প্রতিটি গ্রামে আমার যাতায়াতের সুযোগ হয়েছে। শিশুকাল থেকেই এই এলাকার মানুষকে আমি নিজের আপনজন হিসেবে জেনেছি। এই এলাকার মাটি ও মানুষের উন্নয়ন হচ্ছে আমার প্রথম ও প্রধান অধিকার।
এর আগে সকাল থেকে সিলেট নগরী ও সদর উপজেলার সর্বত্র ধানের শীষের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় কাটান সিলেট-১ আসনে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন তিনি।
হাটখোলা ইউনিয়নের শিবের বাজারে আয়োজিত আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন হাটখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রবীণ বিএনপি নেতা আজির উদ্দিন।
বিএনপি নেতা রফিকুল ইসলাম ও সিলেট ল’কলেজ ছাত্রদল নেতা মোহাম্মদ আলীর পরিচালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম, জেলা বিএনপির সহ ছাত্র বিষয়ক সম্পাদক শাকিল মোর্শেদ, সাবেক ইউপি চেয়ারম্যান জমির উদ্দিন, জেলা বিএনপির উপদেষ্টা ইসলাম উদ্দিন, উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক আজিম উদ্দিন, মহানগর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম সৌরভ, ছাত্রদল নেতা মুক্তার আহমদ, আবুল কালাম।
এর আগে সাহেবের বাজারে অনুষ্ঠিত জনসভায় সভাপতিত্ব করেন খাদিমনগর ইউনিয়ন বিএনপির সভাপতি ইলিয়াস মেম্বার। জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি নজরুল ইসলামের পরিচালনায় এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক জাহেদ আহমদ, মামুন আল রফিক, জুনেদ আহমদ, সাইদুর রহমান, অ্যাডভোকেট খোরশেদ আলম, অ্যাডভোকেট গোলাম রসুল সুমেল, অ্যাডভোকেট নুরুল আমিন, মজিবুর রহমান, রইছ আলী, ফয়জুর রহমান প্রমুখ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ