নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
দেশের চল্লিশটি দলের প্রায় দেড়শতাধিক আরচ্যারের অংশগ্রহনে আজ শুরু হচ্ছে তিনদিন ব্যাপী জাতীয় আরচ্যারি চ্যাম্পিয়নশিপের খেলা। টঙ্গীস্থ শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টে রিকার্ভ ও কম্পাউন্ড বিভাগে খেলবেন ১৬৫জন আরচ্যার। যার মধ্যে রিকার্ভ বিভাগে ৭৮ পুরুষ ও ৩৩ জন নারী এবং কম্পাউন্ড বিভাগে ৩৫ পুরুষ ও ১৯ জন নারী আরচ্যার রয়েছেন। অংশগ্রহণকারীদের ১০টি করে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জসহ মোট ৬০টি পদক দেয়া হবে। টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় রয়েছে সিটি গ্রুপ। এ আসর থেকেই জাতীয় দল গঠন করা হবে। যারা অংশ নেবেন আগামী ফেব্রুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক সলিডারিটি স্পোর্টস ফেডারেশনের (আইএসএসএফ) টুর্নামেন্টে। এ টুর্নামেন্টে খেলতে ইতোমধ্যে ২৭টি দেশ নাম নিবন্ধন করেছে। গতকাল আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিবউদ্দন আহমেদ চপল। এ সময় পৃষ্ঠপোষক সিটি গ্রুপের ডেপুটি ব্র্যান্ড ম্যানেজার রুবায়েত আহমেদ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।