Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় আরচ্যারি আজ থেকে

স্পোর্টস রিপোর্টার : | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

দেশের চল্লিশটি দলের প্রায় দেড়শতাধিক আরচ্যারের অংশগ্রহনে আজ শুরু হচ্ছে তিনদিন ব্যাপী জাতীয় আরচ্যারি চ্যাম্পিয়নশিপের খেলা। টঙ্গীস্থ শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টে রিকার্ভ ও কম্পাউন্ড বিভাগে খেলবেন ১৬৫জন আরচ্যার। যার মধ্যে রিকার্ভ বিভাগে ৭৮ পুরুষ ও ৩৩ জন নারী এবং কম্পাউন্ড বিভাগে ৩৫ পুরুষ ও ১৯ জন নারী আরচ্যার রয়েছেন। অংশগ্রহণকারীদের ১০টি করে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জসহ মোট ৬০টি পদক দেয়া হবে। টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় রয়েছে সিটি গ্রুপ। এ আসর থেকেই জাতীয় দল গঠন করা হবে। যারা অংশ নেবেন আগামী ফেব্রুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক সলিডারিটি স্পোর্টস ফেডারেশনের (আইএসএসএফ) টুর্নামেন্টে। এ টুর্নামেন্টে খেলতে ইতোমধ্যে ২৭টি দেশ নাম নিবন্ধন করেছে। গতকাল আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিবউদ্দন আহমেদ চপল। এ সময় পৃষ্ঠপোষক সিটি গ্রুপের ডেপুটি ব্র্যান্ড ম্যানেজার রুবায়েত আহমেদ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় আরচ্যারি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ