Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লক্ষ্মীপুর-৩ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর ধানের শীষ প্রতীকের গণসংযোগ হামলা,অফিস ভাংচুর,আহত-১০

লক্ষ্মীপুর আঞ্চলিক অফিস | প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০১৮, ৯:৩৭ পিএম

লক্ষ্মীপুর-৩ সদর আসনের বিএনপি নেতা ও ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর ধানের শীষ প্রতীকের গনসংযোগ হামলা চালিয়েছে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী একেএম শাহজাহান কামালের সমর্থকরা। এসময় নির্বাচনী অফিস ভাংচুর করাস হয়। তাদের হামলায় বিএনপি,যুবদল ও ছাত্রদলের ১০ নেতাকর্মী আহত হয়। আহতদের মধ্যে জামাল উদ্দিন,কামাল উদ্দিন,জিয়া উদ্দিন,শহীদুল ইসলাম,সিরাজ উদ্দিন ও আবদুল করিমকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সন্ধ্যায় বাংগাখাঁ ইউনিয়নের নেয়ামতপুর ও বাল্লাই ভাংগতি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, আওয়ামীলীগ প্রার্থী একেএম শাহজাহান কামালের সমর্থকরা ধানের শীষ প্রতীকের গনসংযোগে হামলা ও অফিস ভাংচুর করেছে। এসময় ১০ নেতাকর্মী আহত হয়। হামলা চালিয়ে কোন লাভ হবেনা। নির্বাচন থেকে সরে যাবেনা ঐক্যফ্রন্ট। মরে গেলেও ভোট কেন্দ্র ছেড়ে যাবনা। এদিকে বারবার মোবাইল ফোনে চেষ্টা করেও আওয়ামীলীগ প্রার্থী একে এম শাহজাহান কামালের মতামত পাওয়া যায়নি। তবে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলছেন, হামলার বিষয়টি তার জানা নেই। এ ধরনের ঘটনা ঘটলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ