Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অ্যালেক্সায় খাবার অর্ডার দিল পাখি!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০১৮, ৮:৪৫ পিএম

আমাজনের অ্যালেক্সার কাছে নিজের জন্য দামী দামী খাবার অর্ডার দিয়ে দিল একটা টিয়া পাখি! শুধু খাবারই নয়, ঘুড়ি, লাইট বাল্ব এমনকি ইলেকট্রিক কেটলিও নিজের জন্য অর্ডার দিল অনলাইন শপিং সংস্থা আমাজনে!
এমন কীর্তি আফ্রিকার গ্রে প্যারট প্রজাতির পাখি রোকোর। রোকো তার নাম। ইদানীং সে ব্রিটেনে রয়েছে। সম্প্রতি তার মালিক জানতে পেরেছে তার এমন কীর্তির কথা। মালিক কাজে বেরনোর পর রোজই আমাজনের ভার্চুয়াল ভয়েস অ্যাসিস্ট্যান্ট অ্যালেক্সার সঙ্গে মানুষের কণ্ঠে কথা বলে রোকো। নিজের জন্য আইসক্রিম, রেসিন, তরমুজ, স্ট্রবেরি, ব্রকোলির মত ফল-সবজি অর্ডার করেছে সে। এমনকী তার অর্ডারের তালিকায় রয়েছে ঘুড়ি, লাইট বাল্বের মতো জিনিসপত্রও। কেনাকাটার তালিকা দেখে মনে হতেই পারে যে ক্রিসমাস শপিংটাই সেরে ফেলেছে রোকো।
রেহাই শুধু এটাই যে মালিকের আমাজন অ্যাকাউন্টে চাইল্ড লক করা ছিল। সে কারণে সমস্ত অর্ডার কার্টে জমা হয়েছে। কার্ট চেক করতে গিয়েই মালিকের চোখে ধরা পড়েছে বিষয়টা।
আফ্রিকান গ্রে প্যারটের নকল করার ক্ষমতা প্রচুর। কিন্তু রোকোর মতো এমন চালাক প্যারট সহজে পাওয়া যায় না। রোকোকে প্রথমে বার্কশায়ারে ন্যাশনাল অ্যানিম্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট স্যাংচুয়ারিতে রাখা ছিল। কিন্তু রোকোর ব্যবহারে পর্যটকেরাই ঘাবড়ে যেতেন। তাই তাকে বর্তমানে এই ইনস্টিটিউশনের বাইরে রাখা হয়েছে। সূত্র: ইন্ডিপেন্ডেন্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অ্যালেক্সা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ