Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্যান্টের পকেটে মোশাররফ করিম

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

অভিনেতা মোশাররফ করিমকে এবার দেখা যাবে প্যান্টের পকেটে। একটি নাটকের চরিত্রের প্রয়োজনে তাকে এমন এক বিচিত্র দৃশ্যে দেখা যাবে। নির্মাতা কচি খন্দকার তার একটি নির্মিতব্য ধারাবাহিক নাটকে মোশাররফ করিমকে এভাবে উপস্থাপন করতে যাচ্ছেন। ধারাবাহিকটির নাম বাঙ্গি টেলিভিশন। এটি রচনাও করেছেন তিনি। নাটকটির গল্প, সেট ডিজাইন নিয়ে গবেষণা করে কাজ চলছে। কচি খন্দকার বলেন, এমন দৃশ্যের জন্ম হয়েছে বাঙ্গি টেলিভিশন নাটকের গল্পের প্রয়োজনে। নাটকটিতে মোশাররফ করিমকে বিচিত্র গেটআপ ও চরিত্রে দেখতে পাবেন দর্শক। তবে মোশাররফ করিম কেন প্যান্টের পকেটে তা এখন বলা যাবে না। তিনি বলেন, একটি টেলিভিশন চ্যানেল কেমন হবে, টেলিভিশন চ্যানেল কেমন হওয়া উচিৎ তা নিয়েই গড়ে উঠেছে এই নাটকের গল্প। সাধারণত ¯েপার্টস, নিউজ, গানভিত্তিক কিংবা শুধু রান্নার টেলিভিশন চ্যানেল থাকে, সেরকম আমরা একটি বিনোদনমূলক রসের টেলিভিশন দেখাব। যার নাম বাঙ্গি টেলিভিশন। আমরা চাইছি, মানুষ হাসুক এবং সুস্থ্য থাকুক। আমরা এমন একটি টেলিভিশন নিয়ে আসছি যা দেখে মানুষ হাসবে। তবে আমরা ভাঁড়ামি করতে চাই না, সুস্থ্য বিনোদন দিতে চাই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মোশাররফ করিম

৮ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ