Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভিনেতা সিয়াম ও অবন্তীর বিয়ে সম্পন্ন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

সাত বছর প্রেম করে প্রেমিকা অবন্তীকে বিয়ে করেছেন অভিনেতা সিয়াম আহমেদ। গত রোববার সন্ধ্যায় ঢাকার একটি ক্লাবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা স¤পন্ন হয়। বিয়ের অনুষ্ঠানে সিয়াম ও অবন্তীর নাচ পরিবেশন ছিল নজরকাড়া। বিয়ের পর নিজের অনুভ‚তি প্রকাশ করে সিয়াম বলেন, অবন্তী আর আমি নতুন জীবন শুরু করেছি। আমাদের দুজনের বোঝাপড়া ভালো। আমরা পর¯পরের প্রতি শ্রদ্ধাশীল। সবাই আমাদের জন্য দোয়া করবেন। উল্লেখ্য, সিয়ামের স্ত্রী শাম্মা রুশাফি অবন্তী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে হিউম্যান রিসোর্স বিষয়ে ¯œাতক শেষ করেছেন। বর্তমানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে শিক্ষানবিশ হিসেবে কাজ করছেন তিনি। অন্যদিকে, সিয়াম ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন বিষয়ে ¯œাতক শেষ করেছেন। বর্তমানে অভিনয় নিয়ে ব্যস্ত সিয়াম। তার অভিনীত পোড়ামন ২ ও দহন সিনেমা দুটি আলোচিত হয়। মুক্তির অপেক্ষায় আছে ফাগুন হাওয়ায় নামে সিনেমাটি। তৌকীর আহমেদ পরিচালিত সিনেমাটিতে সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন তিশা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিয়ে


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ