মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সোমালিয়ার দক্ষিণ কেন্দ্রীয় বানাদির প্রদেশের গান্দার্শের পার্শ্ববর্তী অঞ্চলসমূহে শনিবার ও রোববার ৬ টি বিমান হামলায় ৬২ জন নিহত হয়েছে বলে দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। খবর রয়টার্স।
মার্কিন সামরিক বাহিনীর আফ্রিকা কমান্ড এক বার্তায় জানায়, শনিবার তারা ৪ টি বিমান হামলা চালায় যাতে ৩৪ জন জঙ্গি নিহত হয় এবং পরেরদিন ২ টি বিমান হামলায় আরও ২৮ জন নিহত হয়।
বার্তায় আরো জানানো হয়, ‘সোমালিয়ার প্রত্যন্ত অঞ্চলকে জঙ্গিদের জন্য নিরাপদ স্বর্গীয় ঘাঁটি বানানো, নির্দেশনা দেয়া, নতুন সদস্য নিয়োগ দেয়া কিংবা ভবিষ্যৎ হামলার পরিকল্পনা প্রতিহত করতেই আফ্রিকম ও আমাদের সোমালিয়ার অংশীদাররা এই বিমান হামলা চালায়। এই মুহুর্তে এসব বিমান হামলায় কোন বেসামরিক নিহত হয়েছে কিংবা কোনভাবে আহত হয়েছে কিনা তাই খতিয়ে দেখা হচ্ছে।
সোমালিয়ায় জাতিসংঘ সমর্থিত সরকারের সহায়তা নিয়মিত বিমান হামলা চালায়, সেখানকার সরকার বহুবছর ধরেই আল-শাবাব জঙ্গিগোষ্ঠীর বিদ্রোহের সঙ্গে যুদ্ধ করে আসছে। গত মাসে মার্কিন সামরিক বাহিনী ৩৭ জঙ্গিকে হত্যার কথা জানিয়েছিল। সূত্র: আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।