Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মায়ের স্মৃতি ভুলতে বসেছেন হ্যারি

প্রকাশের সময় : ৭ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : প্রিন্সেস ডায়ানার মৃত্যুর সময় তার ছোট ছেলে ব্রিটিশ সিংহাসনের ভবিষ্যৎ উত্তরাধিকারী প্রিন্স হ্যারির বয়স ১২ বছরও পূর্ণ করেনি। ১৯ বছর পর মায়ের প্রসঙ্গ উঠতেই হ্যারি বলেন, মার স্মৃতি আমার কাছে ঝাপসা। ১৯৯৭ সালের আগস্টে প্যারিসে এক গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান ডায়ানা। হ্যারি তখন সদ্য কিশোর। ডায়ানার অকালমৃত্যুতে মায়ের সঙ্গে বেশি সময় কাটানোর সুযোগ হয়নি ছোট ছেলের। তাছাড়া তার এক বছর আগেই, ১৯৯৬ সালে চার্লসের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়ে যায় ডায়ানার। ডায়ানার একাধিক সম্পর্ক নিয়ে তখন সরগরম গোটা ব্রিটেন। যাকে কেন্দ্র করে রাজপরিবারের সঙ্গে ডায়ানার দূরত্ব বাড়ে। স্বাভাবিকভাবেই তার ছায়া পড়ে হ্যারির জীবনে। মার্কিন এক পত্রিকায় দেয়া সাক্ষাৎকারে হ্যারি বলেন, মায়ের সঙ্গে ছোটবেলার স্মৃতি আমার খুব কম। আমরা একসঙ্গে কাটিয়েছি এমন মুহূর্ত বেশি মনে পড়ে না। ১৯ বছর পরে সেই সামান্য স্মৃতিও ঝাপসা হচ্ছে একটু একটু করে। তবে মা সব সময়েই তাকে অনুপ্রাণিত করে বলে জানিয়েছেন হ্যারি। তার দাবি, মা-র কথা মাথায় রেখেই ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দিয়ে আফগানিস্তানে লড়তে গিয়েছিলেন। জড়িয়েছেন নানা সমাজসেবামূলক কাজেও। হ্যারি বলেন, আমি চাই আমার কাজের মাধ্যমে মাকে গর্বিত করতে। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মায়ের স্মৃতি ভুলতে বসেছেন হ্যারি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ