মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : সরকারের বিভিন্ন কার্যক্রমের প্রতিবাদ জানিয়ে সেভ ডেমোক্রেসি মার্চ নামে রাস্তায় র্যালি করার সময় ভারতীয় জাতীয় কংগ্রেস দলের সভাপতি সোনিয়া গান্ধী, সহসভাপতি রাহুল গান্ধী ও সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে আটকের কিছুক্ষণ পর ছেড়ে দিয়েছে দেশটির পুলিশ। গতকাল শুক্রবার (০৬ মে) সকালে সোনিয়া-রাহুলের নেতৃত্বে দিল্লির যন্তর-মন্তর থেকে বিশাল এক র্যালি পার্লামেন্ট অভিমুখে যাত্রা করে। র্যালিটি স্থানীয় পুলিশ স্টেশনের কাছে গেলে তাদের আটক করা হয়। তবে আটকের কিছুক্ষণ পরই তাদের ছেড়ে দেওয়া হয়েছে। র্যালিতে সোনিয়া গান্ধী সরকারকে আক্রমণ করে বক্তব্য রাখেন। এ সময় তিনি বিজেপির শাসন ও বিভিন্ন রীতি-নীতিরও কঠোর সমালোচনা করেন। সোনিয়া বলেন, জীবন আমাকে সংগ্রাম করতে শিখেয়েছে। আমরা সরকারের কাছে মাথা নত করবো না। সরকারের জনবিরোধী কর্মকা-ের আমরা প্রতিবাদ করে যাবো। দেশটির অরুণাচল ও উত্তরাখ- রাজ্যে প্রেসিডেন্টের শাসন জারি করায় অস্থিরতা দেখা দিয়েছে। এর তীব্র প্রতিবাদও জানায় কংগ্রেস। ওয়েবসাইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।