Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাবনা-৩ আসনে নৌকা মার্কার ভোট চাইতে মাঠে নারী কর্মীরা

চাটমোহর (পাবনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০১৮, ১০:২৬ এএম

পাবনা-৩ আসনে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারের অংশ হিসেবে নৌকা মার্কার ভোট চাইতে মাঠে নামলেন ছাত্রলীগের নারী কর্মীরা। পৌর শহরের শাহী মসজিদ মোড় থেকে উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল আলীমের নেতৃত্বে শুরু হয় ছাত্রলীগের নারী কর্মীদের প্রচারণা। পায়ে হেঁটে হেঁটে প্রতিটি মহল্লা এবং পুরো শহর ঘুরে ছাত্রলীগের নারী কর্মীরা নৌকা প্রতীকের জন্য ভোট প্রার্থনা করেন। এ সময় ছাত্রলীগ নেত্রী আরজিনা আখতার আলো, রোখসানা পারভীন, জুলি খাতুন, মুন্নি খাতুন, সালমা খাতুন, তানিয়া রহমান, জায়েদা খাতুনসহ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ছাত্রলীগ নেত্রী আরজিনা আখতার আলো বলেন, ‘দেশের একটি বড় অংশ তরুণ ভোটার। তাদের প্রথম ভোট স্বাধীনতার পক্ষে হোক এমনটাই আমরা চাই। যে কারণে আমরা ছাত্রলীগের নারী কর্মীরা মাঠে নেমেছি। নির্বাচন পর্যন্ত আমরা পুরো পাবনা-৩ এলাকায় নৌকার প্রচারণা চালিয়ে যাবো।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ