Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিজয় ছাড়া অন্য কিছু মানবো না : আসাদ

প্রকাশের সময় : ৭ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, বিদেশি মদদপুষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে চূড়ান্ত বিজয় ছাড়া আর কিছুই মেনে নেবে না দামেস্ক। রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের কাছে পাঠানো এক টেলিগ্রামে এ কথা বলেছেন তিনি। তিনি আরো বলেছেন, আলেপ্পো নগরীসহ সিরিয়ার অন্যান্য এলাকায় সন্ত্রাসীদের চূড়ান্তভাবে পরাজিত করা হবে। অবশ্য রুশ-মার্কিন মধ্যস্থতায় আলেপ্পোতে যুদ্ধবিরতি চলছে। ২০১২ সাল থেকে এ নগরীর পশ্চিমাঞ্চল সরকারি বাহিনী এবং পূর্বাঞ্চল সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে। যুদ্ধবিরতি কার্যকরের পর স্থানীয় অধিবাসীদের সতর্কতার সঙ্গে রাস্তায় চলাচল করতে দেখা যাচ্ছে। এদিকে, যুদ্ধবিরতি কার্যকরের পর আলেপ্পোতে বোমাবর্ষণ হচ্ছে না বলে নিশ্চিত করেছে কথিত সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। কিন্তু যুদ্ধবিরতি কার্যকরের কয়েক মিনিট পরই সশস্ত্র ব্যক্তিদের গোলাবর্ষণে এক ব্যক্তি নিহত হয়েছে। আলেপ্পোর পশ্চিমাঞ্চলে এ ঘটনা ঘটেছে। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিজয় ছাড়া অন্য কিছু মানবো না : আসাদ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ