বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পুলিশের বিরুদ্ধে নগরীতে এক ছাত্রদল নেতাকে বাড়ির ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে হত্যার অভিযোগ করা হয়েছে। বিএনপি নেতাদের অভিযোগ, পুলিশের অভিযানে একটি ভবনের ছাদে আশ্রয় নেওয়া মো. রাসেল (২৭) নামের ওই যুবককে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।
গতকাল রোববার ভোর রাতে ইপিজেড থানার মাইলের মাথা এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত রাসেল নগরীর ব্যারিস্টার সুলতান আহমদ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক ছিলেন বলে নগর বিএনপির সহ-সভাপতি এম এ আজিজ জানিয়েছেন।
স্থানীয়দের বরাতে তিনি বলেন, রাত সাড়ে ৩টার দিকে স্থানীয় এক সোর্সকে নিয়ে পুলিশ রাসেলকে ধরতে তার বাসায় যায়। ওই সে পাশের একটি পাঁচতলা ভবনের ছাদে আশ্রয় নিয়েছিল। পরে ভবনের ছাদ থেকে রাসেলকে ধরে ওই পুলিশ সোর্স ধাক্কা দিয়ে ফেলে দেয় বলে স্থানীয়রা আমাদের জানিয়েছে।
তবে ইপিজেড থানার ওসি মীর নুরুল হুদা বলেন, ছাদ থেকে পড়ে এক যুবক নিহত হয়ছে বলে হাসপাতাল থেকে আমাদের জানানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগ অস্বীকার করে ওসি বলেন, ওই এলাকায় রাতে পুলিশ কোনো অভিযান চালায়নি। আর সাদা পোশাকেও পুলিশ কোনো অভিযানে যায়নি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।