Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১০০ রুপির বেশি মূল্যের ভারতীয় নোট নিষিদ্ধ

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০১৮, ১২:০৭ এএম

নেপালে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ১০০ রুপির বেশি মূল্যের ভারতীয় নোট। প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। নেপালের তথ্য ও যোগাযোগমন্ত্রী গোকুল প্রসাদ বাসকোটা দেশটির জনগণকে ১০০ টাকার বেশি মূল্যের ভারতীয় নোট নিজেদের কাছে বা জমা না রাখার আহ্বান জানিয়েছেন। প্রতিবেদনটিতে বলা হয়, ভারতের এই প্রতিবেশী দেশে তাদের নিজস্ব মুদ্রার পাশাপাশি ভারতীয় মুদ্রারও যথেষ্ট প্রচলন আছে। নেপাল সরকারের এই সিদ্ধান্তে দেশটিতে ঘুরতে যাওয়া ভারতীয় পর্যটকরা খুব সমস্যায় পড়বেন। আরও বলা হয়, নেপালে ভারতীয় মুদ্রা গ্রহণযোগ্য হলেও সেখানে ১০০ রুপির বেশি মূল্যের নোট নিয়ে সমস্যায় পড়তে হয় পর্যটকদের। জাল নোট এই সমস্যার অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারতীয় নোট
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ