মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির মেয়ে ঈশা আম্বানির বিয়েতে খরচের পরিমাণ দেখে তাক লেগে গেছে অনেকেরই। এই বিপুল পরিমাণ খরচের মূল্য কোনও সংবাদ মাধ্যম বলছে, ৭২৩ কোটি, আবার বেশ কয়েকটি সংবাদ সংস্থা বলছে এর খরচ ৭০-৮০ কোটি। যদি ৭২৩ কোটি খরচ হয়ে থাকে, ঈশা আম্বানি-আনন্দ পিরামলের বিয়েতে, তাহলে প্রায় ৪৯ হাজার ৬৭২টি ৫১২ জিবির আইফোন এক্সএস কেনা যেত এই টাকায়। ৫৯ কোটি ম্যাগির প্যাকেটও কেনা যেত, মুম্বাইয়ের অভিজাত এলাকায় ১৭৯টি দুটি বেডরুমের অ্যাপার্টমেন্ট কেনা যেত, দিল্লি থেকে লন্ডন এক হাজার ৩৪২ বার যাতায়াত করা সম্ভব হত, ৯৩ হাজার ৫৯৫টি স্যামসাংয়ের ৪৯ ইঞ্চি এলইডি টেলিভিশন পাওয়া যেত, ৪৭ কোটি পাইপিং হট বড়া পাও কেনা যেত, মুম্বাইয়ের হিসাবে ১১৮ কোটি হাফ কাপ কাটিং চা পর্যন্ত মিলতে পারত এই টাকায়। এছাড়াও, ২ হাজার ২৬৯টি মার্সিডিজ বেঞ্জ সিএলএ কেনা যেত, ১০ লাখ ৯০ হাজার ৫৩০ বছরের নেটফ্লিক্স সাবস্ক্রিপশন মিলত, ১৪৩ কোটি পার্লে জি বিস্কুটের প্যাকেট কেনা যেত, এক কোটি লিটারের ওল্ড মঙ্কের বোতল কেনা যেতে পারত এই খরচের টাকায়। ওয়েবসাইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।