মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চিফ অব স্টাফ হিসেবে মাইক মুলভানিকে অস্থায়ীভাবে বেছে নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এ পদে কাকে নিয়োগ দেবেন তা নিয়ে এক কঠিন সময় পার করছিলেন তিনি। গত শুক্রবার অবশেষে এ নিয়ে যে জল্পনা তার অবসান হলো আপাতত। মুলভানি একজন কট্টরপন্থী রক্ষণশীল ও সাবেক কংগ্রেসম্যান। হোয়াইট হাউসে যে বিশৃংখল অবস্থা চলছে তাতে দুই বছরের মধ্যে তিনি এ পদে আসছেন তৃতীয় ব্যক্তি হিসেবে। এর আগে এ পড়ে ছিলেন দু’জন প্রথম সারির প্রার্থী। তারা তাদের নাম প্রত্যাহার করে নেয়ার পর ট্রাম্প বেছে নিলেন মুলভানিকে।
টুইটারে ট্রাম্প লিখেছেন, হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হতে অনেক মানুষ রয়েছেন। মাইক মালভানি এক্ষেত্রে চমৎকার কাজ করবেন। সূত্র : রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।