মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
স্টেট ব্যাংক অব পাকিস্তানের (এসবিপি) এক কর্মকর্তা শুক্রবার নিশ্চিত করেছেন যে সউদী আরবের কাছ থেকে দ্বিতীয় এক বিলিয়ন ডলারের ঋণ সহায়তা প্যাকেজ পেয়েছে পাকিস্তান।
এসবিপির মুখপাত্র আদিব কামার এই সংবাদ নিশ্চিত করে বলেন যে সাম্প্রতিক সহায়তা প্যাকেজ কেন্দ্রীয় ব্যাংকের বিদেশী মুদ্রার রিজার্ভে যুক্ত হয়েছে। এসবিপি মুখপাত্র আরও বলেন যে, ২০১৯ সালের জানুয়ারি সউদী আরবের কাছ থেকে আরেকটি সহায়তা প্যাকেজ পাওয়া যেতে পারে। রিয়াদ গত অক্টোবরে পাকিস্তানকে ৩ বিলিয়ন ডলারের বিদেশী মুদ্রার সহায়তা দিতে সম্মত হয়। ৯ নভেম্বর সউদী আরবের কাছ থেকে প্রথম বিলিয়ন ডলারের সহায়তা পাওয়ার পর পাকিস্তান কিছুটা স্বস্তি পায় কিন্তু সেই অঙ্কটা সম্প্রতি ফুরিয়ে গেছে। সূত্র : সাউথ এশিয়ান মনিটর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।