মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত পাকিস্তান হাই কমিশন থেকে লাপাত্তা হয়ে গেছে ২৩টি ভারতীয় পাসপোর্ট। এতে নিরিাপত্তা নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে। এসব পাসপোর্ট শিখ তীর্থযাত্রীদের।
তাদের কর্তারপুর সাহিবসহ পাকিস্তানের গুরুদুয়ারগুলো পরিদর্শনে যাওয়ার কথা ছিল। এসব পাসপোর্টের বেশ কয়েকজন মালিক এরই মধ্যে পুলিশে এফআইআর করেছেন। ফলে বিষয়টি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে।
ফলে মন্ত্রণালয় এখন হারিয়ে যাওয়া ওই পাসপোর্টগুলো বাতিল করেছে এবং পাকিস্তান মিশনে এ ইস্যুটি তুলে ধরা হয়েছে।
২১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত গুরু নানকের ৫৪৯তম জন্মবার্ষিকী উদযাপিত হয়। এতে অংশ নিতে যাওয়া ভারতীয় শিখ তীর্থযাত্রীর ৩ হাজার ৮ শতাধিকের নামে ভিসা ইস্যু করে পাকিস্তান। যে ২৩ জন ভারতীয়ের পাসপোর্ট খোয়া গেছে তাদেরও ওই গ্রুপটির সঙ্গে পাকিস্তান যাওয়ার কথা ছিল। কিন্তু পাসপোর্ট লাপাত্তা হওয়ার সঙ্গে কোনো কর্মকর্তা জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান।
দিল্লিভিত্তিক একটি এজেন্ট ওই ২৩টি পাসপোর্ট সংগ্রহ করে জমা দিয়েছিল পাকিস্তান হাই কমিশনে। ওই এজেন্ট যখন পাসপোর্টগুলো সংগ্রহ করতে যায় তখন পাকিস্তানি কর্মকর্তারা জানায়, তাদের কাছে এমন কোনো ডকুমেন্ট নেই। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।