Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোনা মসজিদে শ্রমিক লীগ নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০১৮, ২:৫৬ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনা মসজিদ স্থলবন্দর শ্রমিক লীগ নেতা ও শ্রমিক সমন্বয় কমিটির সভাপতি সাদেকুর রহমান মাষ্টারকে ছুরিকাঘাতে আহত করার প্রতিবাদে মানববন্ধন করেছে বন্দরের শ্রমিকেরা। শনিবার দুপুরে সোনা মসজিদ স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের ১নং ফটকের সামনে সোনা মসজিদ স্থলবন্দর আওয়ামী লীগ, শ্রমিকলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শ্রমিক নেতৃবৃন্দসহ শ্রমিকরা অংশ নেয়। এতে বক্তব্য রাখেন, সোনা মসজিদ স্থলবন্দর শ্রমিক সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক সেনাউল হক মেম্বার, সোনা মসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা ইসমাইল হোসেন, শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ওবাইদুল হক, শ্রমিক নেতা মুখলেসুর রহমান, সাদিকুল ইসলাম, মাইনুদ্দিন, আসাদুজ্জামান, যুবলীগ নেতা রেজাউল করিম, স্বেচ্ছাসেবকলীগ নেতা কুরবান আলী ও আহত সাদেকুর রহমান মাষ্টারের ছোট ছেলে শহিদ আফ্রিদিসহ স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ।

এরআগে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শ্রমিক সমন্বয় কার্যালয় থেকে পানামা ১নং ফটকের সামনে মানববন্ধনে মিলিত হয়। বক্তারা- প্রবীণ শ্রমিক লীগ নেতা সাদেকুর রহমান মাষ্টারকে হত্যার উদ্দেশ্যে গুপ্ত হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান। অপরদিকে নির্বাচনের আগে এমন ঘটনায় এলাকায় আতঙ্ক অবস্থা বিরাজ করছে।

অন্যদিকে ঘটনার দিন আহত সাদেকুর রহমান মাষ্টারের স্ত্রী মোসা. নাসরিন রহমান বাদি হয়ে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪-৬ আসামিকে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ঘটনা সম্পর্কে ব্যাপকভাবে তদন্ত করছেন বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আরিফুল ইসলাম। এরঅগে গেল বৃহস্পতিবার সোনামসজিদ স্থলবন্দর শ্রমিক সমন্বয় কমিটির নিজস্ব কার্যালয়ের পাশে টয়লেট থেকে বের হওয়ার সময় মুখোশধারী দুর্বৃত্তরা শ্রমিক নেতা সাদেকুর রহমানকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মানববন্ধন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ