Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গরু এবার ‘জাতির জননী’! প্রস্তাব পাস হিমাচল বিধানসভায়

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

জনক তো ছিলই। এ বার কি জাতির জননী পেতে চলেছে দেশ! হিমাচল প্রদেশ বিধানসভা গরুকে ‘রাষ্ট্রমাতা (জাতির জননী)’ করার প্রস্তাব পাশ করেছে। গত সেপ্টেম্বরে এই দাবিতে প্রথম সোচার হয়েছিল বিজেপি শাসিত উত্তরাখণ্ড।

তাৎপর্যপূর্ণভাবে বিজেপির সমর্থন নিয়ে এই প্রস্তাব বিধানসভাকক্ষে পেশ করেন এক কংগ্রেস বিধায়ক। এই প্রস্তাব কেন্দ্রের কাছে পাঠাবে হিমাচলপ্রদেশ বিধানসভা। কংগ্রেস বিধায়ক অনিরুদ্ধ সিং-এর কথায়, ‘কোনও ধর্ম-বর্ণ-জাতির গণ্ডীর মধ্যে গরু পড়ে না। মানবজাতির প্রতি তার একটা বিশাল অবদান রয়েছে। উত্তরাখণ্ড ইতোমধ্যেই এই পদক্ষেপ করেছে। গরু যখন দুধ দেয় না, তখন তার কোনও জায়গা হয় না। তাই এই পদক্ষেপ অবিলম্বে করা দরকার।’ গরুর উপর অত্যাচার ও গণপিটুনি রুখতে রাজ্যে নয়া আইন আনা প্রয়োজন বলেও তদ্বির করেন কংগ্রেস বিধায়ক।
রাজ্যের পশুখাদ্য মন্ত্রী বীরেন্দ্র কানওয়ার জানিয়েছেন, জয়রাম ঠাকুরের সরকার ১.৫২ কোটি টাকা ব্যয় করে গরু সংরক্ষণ কেন্দ্র তৈরি করছে। সোলান ও কাংরায় হছে এই সংরক্ষণ কেন্দ্র। শুধুমাত্র গরু সংরক্ষণের জন্য রাজ্যে পৃথক গরু মন্ত্রণালয়েরও দাবি করেছেন বিধায়করা। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতির জননী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ