Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

উইন্ডিজ সফরই বাংলাদেশের প্রেরণা

স্পোর্টস রিপোর্টার : | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম

গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে তৃতীয় ওয়ানডে ম্যাচটি সমতায় থেকে শুরু করেছিল দুই দল। সেন্ট কিটসে শেষ ম্যাচ জিতে বাংলাদেশ করেছিল সিরিজ জয়ের আনন্দ। এবারও বাংলাদেশ অনুপ্রেরণা নিচ্ছে সেই সিরিজ থেকে। মিরপুরের প্রথম ওয়ানডেতে মোটামুটি সহজ জয়। হোম অব ক্রিকেটেই উত্তেজনাপূর্ণ দ্বিতীয় ওয়ানডেতে জয়ের সম্ভাবনা জাগিয়েও হার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের চলতি সিরিজ যেন দুই দলের সবশেষ ওয়ানডে সিরিজেরই প্রতিচ্ছবি। শেষের ছবিটাও কি মিলবে? বাংলাদেশ দল আছে তেমন কিছুরই আশায়।
এই সিরিজের তৃতীয় ওয়ানডে দিয়ে ওয়ানডে অভিষেক হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের। সিরিজ নির্ধারণী ম্যাচ খেলতে পরশু বিকেলেই সিলেট পৌঁছেছে দুই দল। ঢাকা ছাড়ার আগে বাংলাদেশের অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ মনে করিয়ে দিলেন, ৫ মাস আগের ক্যারিবিয়ান সফরের সুখস্মৃতি, ‘আমরা কিন্তু এই সিরিজে ভালো শুরু করেছিলাম (২য় ওয়ানডে)। শেষটা ভালো হয়নি। হয়তো আরও ২০ রান করতে পারলে ভালো হতো। কিন্তু এখনও আমরা সিরিজে আছি ভালোমতোই। শেষ ম্যাচটি বাঁচামরার ম্যাচ। আর এই ধরনের ম্যাচগুলোয় আমরা ভালো খেলি। ওয়েস্ট ইন্ডিজেও কিন্তু আমরা শেষ ম্যাচ জিতে সিরিজ জিতেছিলাম। এবারও সুযোগ আছে। আশা করি আমরা দারুণভাবে ঘুরে দাঁড়াব।’
মিরাজদের ভেতর এই বিশ্বাসটা ছড়িয়েছে অধিনায়কের কথা থেকেই। ক্যারিবিয়ানে সেই সিরিজ জয়ে নেতৃত্ব দিয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা। এবারও সেই সিরিজের পুনরাবৃত্তি করতে প্রস্তুত দল, দ্বিতীয় ম্যাচ শেষেই জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক, ‘অবশ্যই মনে করি (সবশেষ সিরিজের মতো শেষ ম্যাচ জয়)। আমাদের সেই দাপট নিয়েই খেলা উচিত। আজকে হেরেছি, ম্যাচটি অবশ্যই হতাশার ছিল। কিছু জায়গায় আমরা ভালো করলে ম্যাচ বের করে নিতে পারতাম। পরের ম্যাচে সেগুলো ঠিক করলেই ম্যাচ জেতা সম্ভব। এখানে যা খেলেছি, তার চেয়ে ভালো ক্রিকেট খেলতে হবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশের প্রেরণা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ