Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রোঞ্জপদক নিশ্চিত এলিনা-শাপলার

স্পোর্টস রিপোর্টার : | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম

ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ আন্তর্জাতিক ব্যাডমিন্টন চ্যালেঞ্জের মহিলা দ্বৈত ইভেন্টের সেমিফাইনালে উঠে ব্রোঞ্জপদক নিশ্চিত করেছেন বাংলাদেশের দুই শীর্ষ নারী শাটলার এলিনা সুলতানা ও শাপলা আক্তার। গতকাল পল্টন ময়দান সংলগ্ন শহীদ তাজউদ্দিন আহদে ইনডোর স্টেডিয়ামে টুর্নামেন্টের নারী দ্বৈত ইভেন্টে নেপালকে হারিয়ে শেষ চারে নাম লেখায় এলিনা-শাপলা জুটি। এই জুটি ২১-৮ ও ২১-১৪ পয়েন্টে হারায় নেপালের আমিতা গিরি ও ন্যাংজাল তামাং জুটিকে। ইভেন্টে সোনা, রুপা ছাড়াও দু’টি ব্রোঞ্জপদক থাকায় সেমিফাইনালে উঠে পদক নিশ্চিত হয়েছে স্বাগতিক বাংলাদেশের। আজ বিকেল সাড়ে তিনটায় একই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে শেষ চারের লড়াই। এ লড়াইয়ে এলিনা-শাপলা জুটি লড়বে মালয়েশিয়ার ভিভিয়ান হো ও ইয়াপ চেং ওয়েন জুটির বিপক্ষে। সেমিতে উঠে পদক নিশ্চিত করায় লাল-সবুজের দু’নারী শাটলারকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ও তথ্য সচিব আবদুল মালেক এবং সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার। সাধারণ সম্পাদক বলেন, ‘সেমিফাইনালে উঠে দেশকে প্রথম পদক এনে দেয়ায় এলিনা ও শাপালাকে ব্যক্তিগতভাবে আমি ১০ হাজার টাকা করে পুরস্কার দেবো।’
এছাড়া কাল মহিলা দ্বৈতের অন্য কোয়ার্টার ফাইনালে ভারতের শ্রুতি কেপি ও অপর্না বালান জুটি ২১-৬ ও ২১-৩ পয়েন্টে হারায় বাংলাদেশের বৃষ্টি খাতুন ও রেহেনা পারভীন জুটিকে।
ব্রোঞ্জপদক নিশ্চিত হওয়ায় দারুণ খুশি দেশসেরা দুই নারী শাটলার এলিনা সুলতানা ও শাপলা আক্তার। এলিনা বলেন, ‘এককে আমরা পারিনি। কিন্তু দ্বৈতে প্রত্যাশা মেটাতে পেরেছি। দেশের মাটিতে সেমিফাইনালে উঠে ব্রোঞ্জ নিশ্চিত করতে পারায় আনন্দ লাগছে।’ একই কথা শাপলারও, ‘দেশকে অন্তত একটি পদক তো এনে দিতে পেরেছি। এখন আমাদের লক্ষ্য মালয়েশিয়ার বিপক্ষে জিতে ফাইনালে খেলা।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্রোঞ্জপদক নিশ্চিত এলিনা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ