নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিজয় দিবসকে সামনে রেখে গ্রামীন ক্রীড়া উৎসবের ছেলেদের বিভাগে মোড়গলড়াইয়ে চ্যাম্পিয়ন হয়েছেন ঢাকা কমার্স কলেজের সাব্বির এবং রানারআপ আরকে চৌধুরী কলেজের নাহিদ। অন্যদিকে মেয়েদের দড়িলাফে চ্যাম্পিয়ন হন গার্হ্যস্থ অর্থনীতি কলেজের মাধুরী এবং রানারআপ হয়েছেন আরকে চৌধুরী কলেজের জেরিন আক্তার। বাংলাদেশ কান্ট্রিগেমস অ্যাসোসিয়েশনের আয়োজনে গতকাল পল্টন ময়দানে অনুিষ্ঠত দিনব্যাপী এই উৎসবের দলীয় খেলা হাডুডুতে চ্যাম্পিয়ন ঢাকা কমার্স কলেজ ও রানার্সআপ শেখ রাসেল একাডেমি, দাড়িয়াবান্ধায় চ্যাম্পিয়ন শেখ রাসেল একাডেমি ও রানার্সআপ কমার্স ক্লাব, বৌচিতে চ্যাম্পিয়ন হয়েছে নারায়ণগঞ্জ কলেজ ও রানার্সআপ ঢাকা কমার্স কলেজ এবং গোল্লাছুটে চ্যাম্পিয়ন নারায়ণগঞ্জ কলেজ ও রানার্সআপ কমার্স ক্লাব।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ। এ সময় পৃষ্ঠপোষক বিডি ব্লেজারের কর্ণধার ও বিওএ’র কোষাধ্যক্ষ কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল ও অ্যাসোসিয়েশনের সভাপতি কৃষিব্যক্তিত্ব শাইখ সিরাজ, সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ ও বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদ আসিফুল হাসান উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।