Inqilab Logo

শনিবার, ০১ জুন ২০২৪, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

মালিতে বন্দুধারীদের গুলিতে নিহত ৪০

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০১৮, ৯:১৪ পিএম | আপডেট : ১২:০৮ এএম, ১৪ ডিসেম্বর, ২০১৮

মালির উত্তরাঞ্চলে একদল বন্দুকধারীর গুলিতে তুয়ারেগ জাতির কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন। অঞ্চলটি জমি ও পানির উৎস নিয়ে সংঘর্ষের জন্য পরিচিত। বৃহস্পতিবার এই ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।

স্থানীয় এক কর্মকর্তা জানান, মোটরসাইকেলে করে এসে গুলি ছুড়তে শুরু করে হামলাকারীরা। মালি ও প্রতিবেশি মধ্য আফ্রিকার দেশগুলোর সীমান্তঞ্চলে ইদানিং সন্ত্রাসী হামলার ঘটনা আশঙ্কাজনক ভাবে বেড়ে গেছে। এরই মধ্যে বৃহস্পতিবারের এ হামলার কারণে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরেছে। হামলাকারীদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, তুয়ারেগ সম্প্রদায়ের সঙ্গে ফুলানি গ্রুপের দীর্ঘদিন ধরে চলা বিবাদের জেরেই এ হামলা চালানো হয়েছে। এ বছর গোত্র দুটির মধ্যেকার বিবাদে কয়েক হাজার মানুষ নিহত হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মালি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ