Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নওগাঁ-৬ আসনে বিএনপি প্রার্থী আলমগীর কবির গণসংযোগ করেছেন

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০১৮, ৮:১৫ পিএম | আপডেট : ৮:৪৯ পিএম, ১৩ ডিসেম্বর, ২০১৮

নওগাঁ-৬ (রাণীনগর ও আত্রাই) আসনে বিএনপি মনোনিত প্রার্থী সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবির গণসংযোগ করেছেন করেছেন। বৃহস্পতিবার দুপুরে তার নির্বাচনী এলাকায় বিভিন্ন এলাকায় নির্বাচনী সংযোগ করেন। এ সময় দলের বিভিন্ন স্তরের দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির জানান, একটি নিরপেক্ষ নির্বাচন এবং গণতন্ত্র দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুসংহত করবে এবং জাতীয় উন্নয়ন মূল্যবোধ করবে। এ জন্যে নিরপেক্ষ নির্বাচন ও গণতন্ত্র প্রধান দাবি। তার নির্বাচনী এলাকায় সরকার দলীয় নেতৃবৃন্দ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত করছেন। এ ব্যাপারে নির্বাচনী কর্মকর্তাদের অভিযোগ দিলে ব্যবস্থা নিলেও আরো ব্যবস্থা গ্রহণের দাবি জানান এই বিএনপি নেতা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ