Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

নোয়াখালী-২ সেনবাগ আসনে বিএনপি প্রার্থী জয়নুল আবদীন ফারুকের নির্বাচনী প্রচারণা

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০১৮, ৭:৪৬ পিএম

নোয়াখালী-২ (সেনবাগ) আসনে বিএনপি প্রার্থী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি জয়নুল আবদীন ফারুক আজ (বৃহস্পতিবার) অম্বরনগর ইউনিয়নের সমিতির বাজার, বারগাঁও ইউনিয়নের কামিপুর, ডুমুরুয়া ইউনিয়নে মহিলা সমাবেশ, চারিদ্রোন-অষ্টদ্রোনসহ কয়েকটি এলাকায় বাপক গণসংযোগ করেন।

এ সময় কয়েকটি বিরাট পথসভায় বিএনপি প্রার্থী জয়নুল আবদীন ফারুক বলেন, এই সরকার বরখেলাপি সরকার, এই সরকার রুপের সরকার, এই সরকার গুম খুনের সরকার, এই সরকার গণতন্ত্র হত্যাকারী, এই সরকার খালেদা জিয়াকে অসংখ্য মিথ্যা মামলায় জড়িয়ে কারাগারে রেখেছে। সবকিছু দেখেও এই সরকারের অধীনে গণতন্ত্র পুণ:রুদ্ধারের লক্ষে আমরা নির্বাচনে এসেছি। কিন্তু দু:খের বিষয় এই সরকার নিজ দলকে জয়ী করতে সকল ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।

নির্বাচন কমিশনের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের বিশ্বাস আপনাদের উপর ছিল যে, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দিবেন। কিন্তু আপনাদের কর্মকান্ডে প্রতীয়মান হয়,আপনারা সরকারের তল্পিবাহক। নির্বাচনী সফরে সেনবাগ বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ