Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালীর-৬ হাতিয়ার নঙ্গলিয়াচরে বিএনপি প্রার্থীর গাড়িবহরে হামলা আহত ১০

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০১৮, ৭:০১ পিএম | আপডেট : ৭:২২ পিএম, ১৩ ডিসেম্বর, ২০১৮

আজ (বৃহস্পতিবার) বিকাল সাড়ে ৫টার দিকে হাতিয়ার নলেরচরে একদল দূর্বৃত্ত বিএনপি প্রার্থী প্রকৌশলী ফজলুল আজিমের গাড়িবহরে হামলা চালায়। এতে ১০ জন আহত, ৮টি গাড়ী ভাঙ্গচুর ও সাংবাদিকদের ক্যামেরা ছিনতাই হয়।
নোয়াখালী-৬ হাতিয়া আসনে ধানেরশীষ প্রতীকের প্রধান নির্বাচনী এজেন্ট এডভোকেট মোহাম্মদ ইউনুস জানান, আজ বৃহস্পতিবার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে প্রকৌশলী ফজলুল আজিম নেতাকর্মীদের নিয়ে নলেরচরের থানারহাট বাজার ও দরবেশ বাজারে দু’টি বিরাট নির্বাচনী পথসভা শেষে আল আমিন বাজার যাবার পথে আওয়ামী লীগের একদল সন্ত্রাসী নৌক মার্কা শ্লোগান দিয়ে অতর্কিতে বিএনপি প্রার্থীর গাড়ি বহরে হামলা চালায়। এতে ১০ জন আহত হয় ও ৮টি গাড়ি ভাঙ্গচুর। এসময় স্থানীয় এলাকাবাসী দ্রুত এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পথে সন্ধ্যায় বিএনপি প্রার্থী প্রকৌশলী ফজলুল আজিম নিরাপদে বাসায় পৌছেন।
অপরদিকে হাতিয়া আসনে নৌকা মার্কার প্রধান নির্বাচনী এজেন্ট মো. ইউসুফ আলী সাংবাদিকদের জানান, বিএনপি প্রার্থী ফজলুল আজিমের সমর্থকরা দরবেশ বাজার ও আল আমিন বাজারে নৌকা মার্কার নির্বাচনী অফিসে হামলা চালিয়ে ভাঙ্গচুর করে। এতে স্থানীয় জনগন উত্তেজিত হয়ে তাদেরকে ধাওয়া করে। ঘটনার সাথে স্থানীয় আওয়ামী লীগের কোন নেতাকর্মী জড়িত ছিল না বরং সাধারন জনতা তাদেরকে ধাওয়া করে।
জানতে চাইলে ধানের শীষ প্রতীকের প্রধান নির্বাচনী এজেন্ট এডভোকেট ইউনুস বলেন, হাতিয়ায় কারা দাঙ্গা হাঙ্গামাকারী সেটা সকলে জানে। ধানের শীষের গণজোয়ার দেখে নৌকা মার্কার সমর্থকরা দিশেহারা। তাই উত্তেজিত হয়ে তারা বিএনপি প্রার্থীর গাড়ি বহরে হামলা চালায়।
# # #

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ