Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাবনায় নির্বাচনী আমেজ তৈরী হলেও সাধারণ ভোটারদের মধ্যে শংকা কাজ করছে

পাবনা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০১৮, ৬:১৯ পিএম

পাবনায় নির্বাচনী আমেজ তৈরী হলেও সদর ও ঈশ্বরদী আসন ব্যাতিরেকে অন্যান্য আসনে সহিংসতার ঘটনা ঘটছে। এতে সাধারণ ভোটারদের মধ্যে আশংকা-শংকা, ভয় বিরাজ করছে। কয়েক দিন আগে পাবনা-২( সুজানগর-বেড়া আংশিক) নির্বাচনী এলাকায় আ’লীগ ও বিএনপি নেতা-কর্মী সমর্থকদের মধ্যে প্রাক্ক নির্বাচনী সংঘষর্ষের ঘটনা ঘটে। যদিও আমিন পুর থানা ওসি বলেছিলেন, ‘এটাকে ঠিক সংঘর্ষ বলা যায় না। তিনি এ ঘটনায় বিএনপি সমর্থকরা এক তরফাভাবে ইট-পাটকেল নিক্ষেপ করে বলে উল্লেখ করেন। আজ বৃহষ্পতিবার পাবনা-১ (সাঁথিয়া-বেড়া আংশিক) আসনে সাঁথিয়া বাজার এলাকায় দুপুরের দিকে, ঐক্যফ্রন্ট বিএনপি জোটের ঐক্যফ্রন্ট প্রার্থী ধানের শীষের প্রাথী, এই আসনের সাবেক আ’লীগ এম.পি ও তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদের নির্বাচনী প্রচারণায় হামলার ঘটনা ঘটে। তবে গত বুধবার বিকালে ঈশ্বরদী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম এরশাদের লাশ উদ্ধার করে পুলিশ। এই লাশের ঘটনায় বিএনপি-নেতা কর্মীদের বিরুদ্ধে গায়েবী মামলা হবে কি না ? এ নিয়ে তাঁরা শংকায় রয়েছেন। এদিকে, পাবনা-৫ সদর নির্বাচনী আসনে এই স্টাফ রিপোর্টার একটি বিষয় লক্ষ্য করছেন, ঐক্যফ্রন্ট বিএনপি জোটের জামায়াত প্রার্থী অধ্যক্ষ ইকবাল হুসাইনের পক্ষে বিএনপি নেতা-কর্মীরা সেইভাবে নির্বাচনী প্রচারণা করছেন না। অভিযোগ পাওয়া গেছে, পোস্টার ছেঁড়ার।তবে জামায়াতের দায়িত্বশীল কোন মহল এবং বিএনপি’র পক্ষ থেকে এ ব্যাপারে প্রেসকে কিছু জানানো হয়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ