Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিজয়নগরে আ.লীগের বিরুদ্ধে বিএনপির প্যান্ডেল ভাঙচুরের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০১৮, ৬:০৫ পিএম

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির গণসংযোগের প্যান্ডেল ভাঙচুর করে কাপড়ে আগুন ধরিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার বেলা পৌঁনে তিনটার দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে এঘটনা ঘটে। জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের বর্তমান সাংসদ জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। তিনি আসন্ন সংসদ নির্বাচনে এবারও আওয়ামী লীগের প্রার্থী। কেন্দ্রীয় বিএনপির অর্থনীতি বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি খালেদ হোসেন মাহবুব এ আসনে বিএনপির প্রার্থী।
উপজেলা বিএনপি সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কালাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি দলীয় প্রার্থীর পক্ষে গণসংযোগের জন্য একটি প্যান্ডেল তৈরি করে। গতকাল বৃহস্পতিবার সাড়ে তিনটায় কালাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বিএনপির প্রার্থীর গণসংযোগ শুরু করার কথা ছিল। গতকাল বেলা আড়াইটা থেকে পৌনে তিনটার দিকে জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক আলমতারা দুলি ও বিষ্ণুপুর ইউনিয়নের কালাছড়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হোসেন মিয়ার নেতৃত্বে উপজেলা আওয়ামী ৭০/৮০জন নেতাকর্মীদের একটি মিছিল নিয়ে বিএনপির গণসংযোগের প্যান্ডেল, চেয়ার ও টেবিল ভাঙচুর করে। ভাঙচুরের বিষয়টি জানতে পেরে বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনেন। বিষ্ণুপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন বলেন, আলমতারা দুলি ও হোসেন মেম্বার মিছিল নিয়ে বিএনপির প্যান্ডেলের ভেতরে ঢুকে। এসময় আলমতারা দুলির ভাই জুলফিকার আলী ওরফে মুন্না প্যান্ডেলের কাপড়ে আগুন ধরিয়ে দেয়। উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান বলেন, দুলি ও হোসেন মেম্বারের নেতৃত্বে আওয়ামী লীগের ৭০/৮০জন এসে বিএনপির গণসংযোগের জন্য আয়োজিত প্যান্ডেল, চেয়ার ও টেবিল ভাঙচুর করে। উপজেলা বিএনপির সভাপতি মাহবুবুর রহমান মিয়া বলেন, আওয়ামী লীগের লোকজন প্যান্ডেল ভাঙচুর করে কাপড়ে আগুন ধরিয়ে দেয়। দলীয় এক কর্মী মারা যাওয়ায় সেখানের অনুষ্ঠান স্থগিত ঘোষণা করা হয়েছে। জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক আলমতারা দুলি বলেন, এটা সম্পূর্ণ মিথ্যা। বরং তাঁরা লাঠিশোটা নিয়ে আমাদের হামলা করার প্রস্তুতি নিয়েছিল। পূর্ব ঘোষণা অনুযায়ী দলীয় নেতাকর্মীরা কালাছাড়া গ্রামে বেলা আড়াইটার দিকে বৈঠা মিছিল ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। বিএনপির নেতাকর্মীরা নিজেদের প্যান্ডেল ভাঙচুর করে আমাদের নাম দিয়েছে। বিষয়টি নিয়ে আমরা মামলা করব। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্যান্ডেল ভাঙচুর পেয়েছে। দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে বলে স্থানীয়দের কাছ থেকে শুনেছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ