Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

না’গঞ্জে ফের বিএনপি প্রার্থীর গাড়িবহরে হামলা

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০১৮, ৫:৩৯ পিএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে বিএনপিধানের শীষ প্রতীকের প্রার্থী কেন্দ্রীয় বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইলসাম আজাদের গাড়িবহরে হামলা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা-সিলেট হাইওয়ের পুরিন্দা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ হামলায় নজরুল ইসলাম আজাদের তিনজন কর্মী আহত হয়েছেন। আহতরা হলেন- রুহুল আমিন, মোশারফ ও কাদির। এ সময় তাদের কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নজরুল ইসলাম আজাদ গাড়িবহর নিয়ে প্রচারকাজে যাওয়ার পথে ঢাকা-সিলেট হাইওয়ের পুরিন্দা এলাকায় রাস্তায় ড্রাম ফেলে গতিরোধ করে হামলা চালানো হয়।
এ হামলার নেতৃত্বে ছিলেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম বাবুর সমর্থিত সাতগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান অদুদ মাহমুদ ও তার বড় ভাই আব্দুল কাদির। তাদের সঙ্গে ৫০-৬০ নেতাকর্মী হামলায় অংশ নেন।
এর আগে বুধবার আড়াইহাজারের নারন্দি, ইলমন্দি ও থানা আওয়ামী লীগের অফিসের সামনে তিন দফায় নজরুল ইসলাম আজাদের গাড়িবহরে হামলা করা হয়েছিল। এ হামলায় বিএনপির ১০ নেতাকর্মী আহত হন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ