Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেত্রকোনায় বিএনপির প্রার্থীর বাড়ীতে হামলা, ভাংচুর ও গুলি বর্ষন

নেত্রকোনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০১৮, ২:৫৩ পিএম

নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের নির্বাচনী প্রচার প্রচারণাকে কেন্দ্র করে বিএনপির প্রার্থীর বাড়ীতে হামলা, ইট-পাটকেল নিক্ষেপ ও গাড়ী ভাংচুরের ঘটনা ঘটেছে বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে। এ সময় আত্মরক্ষার্থে ২৫ রাউন্ড ফাঁকা গুলি বর্ষনের ঘটনা ঘটে।

বিএনপির প্রার্থী ড. মোঃ রফিকুল ইসলাম হিলারী’র অভিযোগ রাত সাড়ে দিকে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জয় বাংলা স্লোগান দিতে দিতে তার বাড়ীতে হামলা চালায়। তারা এ সময় বৃষ্টির মতো ইট-পাটকেল নিক্ষেপ এবং নির্বাচনী প্রচার প্রচারণা কাজে ব্যবহৃত দুইটি প্রাইভেট কার, বেশ কয়েকটি মোটর সাইকেল ও একটি অটোরিকশা ভাংচুর করে। এ সময় আত্মরক্ষার্থে আমি আমার লাইসেন্সকৃত শর্ট গান দিয়ে ১৩ রাউন্ড এবং রিভলবার থেকে ১২ রাউন্ড ফাঁকা গুলি বর্ষন করতে বাধ্য হই। হামলায় তিন নেতাকর্মী আহত হয়।

এ আসনে আওয়ামীলীগের প্রার্থী কেন্দ্রীয় আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল বলেন, আটপাড়ায় ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীদের উপর বোমা হামলার প্রতিবাদে কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাত সাড়ে ৮টার দিকে একটি প্রতিবাদ মিছিল বের করে। মিছিলটি হিলালীর বাড়ীর পাশ দিয়ে যাওয়ার সময় বিএনপির নেতাকর্মীরা তাদেরকে লক্ষ্য করে উস্কানীমূলক আচরণ করায় নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে উঠলে এ ঘটনা ঘটে।

আটপাড়ায় ছাত্রলীগ যুবলীগ নেতাকর্মীদের উপর বোমা হামলার ব্যাপারে হিলালীকে জিজ্ঞাসা করলে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমার নেতাকর্মীরা একদিকে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের অব্যাহত হুমকি ধামকি অপরদিকে পুলিশী হয়রানী ও গ্রেফতার আতংকে যেখানে নির্বাচনী মাঠেই নামতে পারছে না। সেখানে তাদের উপর বোমা হামলা চালানোর বিষয়টি হাস্যকর।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ শাহজাহান মিয়া’র সাথে যোগাযোগ করলে তিনি বলেন, খবর পাওয়ার পরপরই আমি ঘটনাস্থলে ছুটে যাই। যে কোনো অনাকাঙ্খিত ও বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে পুলিশ সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। এ ঘটনায় ৯ জন বিএনপির নেতাকর্মীকে আটক করা হয়েছে। অপর দিকে মামলা ও অভিযোগের প্রেক্ষিতে পূর্বধলা উপজেলা বিএনপিসাধারণ সম্পাদক গোহালাকান্দা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফকির সায়েদ আল মামুন শহীদ, মদন পৌর কাউন্সিলর মোঃ মাসুদ, কলমাকান্দা উপজেলার কৈলাটী ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল হোসেনসহ ৩ জন, নেত্রকোনা সদরে ১০ জন সহ মোট ২৩ জন বিএনপির নেতাকর্মী গ্রেফতার করা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ