Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশিদের মেডিক্যাল ভিসা দেবে চীন

কূটনৈতিক সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০১৮, ১:২১ পিএম

বাংলাদেশি নাগরিকদের জন্য মেডিক্যাল ভিসা দেবে চীন। এখন থেকে চীনেও বাংলাদেশিরা উন্নত চিকিৎসা নিতে পারবেন। বুধবার ঢাকায় এক অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত ঝ্যাং জুয়ো এ তথ্য জানান।
ওইদিন সন্ধ্যায় হোটেল র‌্যাডিসনে চীনে মেডিক্যাল ভিসার দেওয়ার বিষয়ে এক অনুষ্ঠানের আয়োজন করে চীনা দূতাবাস।
এতে প্রধান অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ঝ্যাং জুয়ো। তিনি বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে যোগাযোগ বাড়াতে আমরা কাজ করছি। সে লক্ষ্যেই এই মেডিক্যাল ভিসা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশিরা চীনে উন্নত চিকিৎসার জন্য ভিসা পাবেন বলেও জানান তিনি।
অনুষ্ঠানে আগে বাছাই করা ২০ জন রোগীকে চীনা দূতাবাসের পক্ষ থেকে তাদের আমন্ত্রণপত্র তুলে দেওয়া হয়। এসব রোগীরা চীনের কুনমিংয়ের হাসপাতালে সেবা পাবেন। বাংলাদেশের ব্যবসায়ী প্রতিষ্ঠান আরভিং গ্রুপ এ চিকিৎসায় সহায়তা করছে।
চেয়ে গণসংযোগ করেন বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মেডিক্যাল ভিসা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ